খন্ডঘোষের কালনায় অনুষ্ঠিত হল–“খেলা হবে”-নৈশ ক্রিকেট প্রতিযোগিতা।কালনা যুব তৃণমূল কংগ্রেস আয়োজিত এই শর্ট পিচ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করেন- পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি তথা জামালপুরের বিধায়ক- অলোক কুমার মাঝি মহাশয়।প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- খন্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি- অপার্থিব ইসলাম(ফাগুন) মহাশয়।এছাড়াও উপস্থিত ছিলেন- জেলা পরিষদ সদস্য বিশ্বনাথ রায়,পঞ্চায়েত সমিতির সভাপতি- অসিত কুমার বাগদী,ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি- শুভেন্দু পাল,সহ সভাপতি- রাধাকান্ত মন্ডল, হবিবুর রহমান(চাদ) মহাশয় প্রমূখ।
দূর্গোৎসবের প্রাক্কালে এই ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে কালনা গ্রামে উৎসবের পরিবেশ তৈরী হয়,ঢল নামে মানুষের।সব প্রজন্মের মানুষ সামিল হয় এই খেলার মাঠে বর্ণাঢ্য আয়োজনে স্বাগত জানান- উদ্বোধক সহ অতিথিদের।
উদ্বোধক অলোক কুমার মাঝি মহাশয় বলেন- মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদাই মানুষের কথা ভাবেন।তিনি উন্নয়নের ক্ষেত্রে বৈষম্য করেন না।এবার দেশের মানুষ কে সেই উন্নয়ন পরিষেবা দিতে- দেশ জুড়ে আমাদের খেলা হবে।মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসাবে আমাদের সকলকে সেই খেলায় ভূমিকা গ্রহণ করতে হবে।
অপার্থিব ইসলাম মহাশয় বলেন-২১শে খেলায় আমরা জয়লাভ করেছি।সমীকরণ একটাই–“মমতা টু জনতা”- বাংলার মানুষ সেই সমীকরণ কে সম্মান জানিয়েছে।আমরা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে মাঠে নেমে জয়ী করার জন্য আবেদন ও অনুরোধ জানিয়েছিলাম মানুষের কাছে।
আজকের এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে পৌরহিত্য করেন জেলা পরিষদ সদস্য তথা শিক্ষক বিশ্বনাথ রায় মহাশয়।