১২কিলো বাজি সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল খণ্ডঘোষ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় খণ্ডঘোষ এর কুমিরকোলা বাজারে দোকান থেকে 12 কিলো বাজি সহ দুইজনকে গ্রেপ্তার করা হয় ।
নিষেধাজ্ঞা থাকার সত্বেও দোকান থেকে গোপন ভাবে এই দুই ব্যক্তি বাজি বিক্রি করছিলেন, সেই খবর খন্ডঘোস থানা পুলিশের কানে আসা মাত্রই পুলিশ তড়িঘড়ি ওই এলাকায় পৌঁছে যায় এবং বাজি সহ হাতেনাতে দুই ব্যক্তিকে ধরে ফেলে। খণ্ডঘোষ থানার পক্ষ থেকে ওই দুই ব্যক্তিকে আজ বর্ধমান আদালতে পেশ করা হচ্ছে।