আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বর্তমান কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে আগামী দু’দফায় সমস্ত রোড শো ও মিছিল বাতিলের নির্দেশ দিল কমিশন

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বর্তমান কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে আগামী দু’দফায় সমস্ত রোড শো, মিছিল বাতিলের কথা ঘোষণা করল নির্বাচন কমিশন। পাশাপাশি নির্বাচনী সভার ক্ষেত্রে জনসমাগমের সংখ্যা ৫০০ জনের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়ার হল। সভার ক্ষেত্রে উপযুক্ত খোলা জায়গায় সামাজিক দূরত্ব ,মাস্ক সহ সমস্ত স্বাস্থ্যবিধি মানার নির্দেশ জারি করা হয়েছে। ইতিমধ্যে যেসমস্ত রোড শো, সাইকেল, বাইক ও গাড়ি মিছিলের অনুমতি দেওয়া হয়েছিল তা বাতিল বলে ঘোষণা করল কমিশন। এমনকি যে সমস্ত সভার অনুতি দেওয়া হয়েছিল সেগুলি নতুন বিজ্ঞপ্তি অনুসারে পরিবর্তন করা হবে। এছাড়া নতুন করে কোনও মিটিং মিছিলের অনুমতি দেওয়া হবে না বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে কমিশন। বৃহস্পতিবার সন্ধ্যে ৭ টা থেকেই কমিশনের এই নির্দেশ কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রসঙ্গত দেশে বর্তমান করোনার ভয়াবহতার কথা তুলে ধরে করোনা বিধি মেনে চলার ব্যাপারে কমিশনকে ভর্ৎসনা করেছে কলকাতা হাইকোর্ট। তারপরই বৃহস্পতিবার করোনা পরিস্থিতিতে ভোটের প্রচারে নতুন নির্দেশ জারি করল ভারতীয় নির্বাচন কমিশন।

See also  কোভিড পরীক্ষা করানো শুরু করলো পুরসা হাসপাতাল

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি