আজ প্রয়াত হলেন বিশিষ্ট সাংবাদিক ও তৃণমূল মুখপাত্র প্রসেনজিৎ দাস। দীর্ঘদিন ধরে তিনি ‘অতন্দ্র প্রহরী’ পত্রিকার সম্পাদনার দায়িত্ব সামলানোর পাশাপাশি, রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন।
তার এই অকালপ্রয়াণে বর্ধমান জেলার সাংবাদিক মহল এবং তৃণমূল কংগ্রেসের কর্মী ও নেতৃত্ব গভীর শোক প্রকাশ করেছেন। সকলেই একবাক্যে স্বীকার করছেন, সাংবাদিকতা ও রাজনৈতিক মহলে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

আমরা তাঁর আত্মার চিরশান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।