প্রদীপ চট্টোপাধ্যায় বর্ধমান ৭ আগষ্ট
’ওহ লাভলি’ সিনেমার প্রোমোশনের অনুষ্ঠানে যোগ দিয়েও দুস্কৃতি দৌরাত্ম নিয়ে হুংকার ছাড়লেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র।সোমবার প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই তিনি ’ওহ লাভলি’ সিনেমার প্রোমোশনের জন্য বর্ধমান শহরে আসেন ।অনুষ্ঠানে অংশ নিয়ে মদন মিত্র দুস্কৃতি দৌরাত্ব বৃদ্ধি নিয়ে সরব হওয়ার পাশাপাশি তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্যের মুখপাত্র কুণাল ঘোষকে বাক্য বানে বিদ্ধ করেন
মদন মিত্র বলেন,’কামারহাটি সহ গোটা বাংলার মানুষ শান্তি চায়।কিন্তু কিছু দুস্কৃতী বেলঘরিয়ায় এসে আশ্রয় নিচ্ছে।তারা যেন মনে না করে বেলঘরিয়া অভিভাবকহীন হয়ে গেছে।এইসব ক্রিমিনালদের কীভাবে মোকাবিলা করতে হয় তা জেনেই আমি এ জায়গায় এসেছি।পুলিশ কমিশনারকে একথাই বলব,’তিনজনকে ধরবেন আর চারজনকে ধরবেন না এটা কেন হবে? যাঁরা দোষ করেনি তাঁদের। আপনি ১১০ ধারা মেরে দিচ্ছেন। ।
ক্রাইম বরদাস্ত করা হবে না। এর জন্য যেখানে যেতে হয় যাবো।আর এর প্রতিবাদে ২০ হাজার মানুষের একটি মহামিছিলও করা হবে মদন মিত্র এদিন সাফ জানিয়ে দেন“।
কুণাল ঘোষ কে খোঁচা দিয়ে এর পর মদন মিত্র বলেন,“কুণালের মন্তব্য নিয়ে আমি কিছু বলব না। আমি তো বেশি সিনেমা করি না। আমার চেয়ে বেশি সিনেমা বোধহয় কুণাল করেছে“।এদিন মদন মিত্র সহ আরো অনেকে ’ওহ লাভলি’ ছবির প্রোমোশনের অনুষ্ঠানে অংশ নেন।