আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

৩২ তম বর্ষে আগমনী থিম সঙের মধ্যে দিয়ে এবারের পুজো মুখী হলো জয়নগর জয়চন্ডীতলা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : আর কিছু দিন পরে বাঙালির সেরা উৎসব দূর্গাপুজো।মা আসবেন চলছে তারই প্রস্তুতি।আর এরই মাঝে জয়নগর তথা দক্ষিন ২৪ পরগনায় এই প্রথম কোনো পুজো কমিটি তাদের পুজোর থিম সঙের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন।শনিবার জন্মাষ্টমীর রাতে জয়নগর জয় চন্ডীতলা সার্বজনীন দূর্গাপুজো কমিটির উদ্যোগে জয়চন্ডীতলায় ৩২ তম বর্ষের থিম সঙের আনুষ্ঠানিক উদ্বোধন হলো।

এদিন এর উদ্বোধনে উপস্থিত ছিলেন জয়নগর মজিলপুর পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার, ভাইস চেয়ারম্যান রথীন কুমার মন্ডল,নাট্যকার কিশলয় বসু,পুজো কমিটির সম্পাদক চন্দন চ্যাটার্জী, আগমনী থিম সঙের লেখিকা কেতকী বসু, গায়িকা অনুশ্রী ঘোষ,সুকল্যান চক্রবর্তী সহ আরো অনেকে।এদিন এব্যাপারে পুজো কমিটির সম্পাদক চন্দন চ্যাটার্জী বলেন, প্রতিবছর আমরা নতুন আঙ্গিকে পরিবেশন করি।

এবছর আমাদের থিম রাঢ বাংলার থেকে উঠে আসা রুপ পরিব্রজ্যা।আমরা এবছর থিম সঙ রেখেছি। এদিন তার আনুষ্ঠানিক উদ্বোধন হলো।এই থিম সঙ শুধু জয়নগর নয় সারা জেলার মধ্যে আমরাই প্রথম আনুষ্ঠানিক উদ্বোধন করলাম।আর ও কিছু চমক থাকছে এবারের পুজোয়।আমরা চাই আপনারা আসুন। নতুন কিছু দেখুন এই পুজো মন্ডপে।

See also  ৬২৪ বছরের ইতিহাসে এই প্রথমবার মাহেশের রথের রশিতে পড়লো না টান ,গড়াল না রথের চাকা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি