আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

কবির স্মৃতির উদ্দেশ্যে জন্মভূমি তে মেলা

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

সৈয়দ শবনম আরা বেগম :-   পূর্ব বর্ধমানের রায়না দু’নম্বর ব্লকের অন্তর্গত দামিন্যা গ্রামে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর জন্মভিটায় শুরু হলো মেলা। আজ 19 জানুয়ারি থেকে শুরু হয়ে এই মেলা আগামী 4দিন ধরে চলবে। এবছ র ৩৭ তম বর্ষে পদার্পণ করলো এই মেলা।

 

এদিনের মেলার শুভ উদ্বোধন করেন পূর্ব বর্ধমান জেলার বিশিষ্ট সমাজসেবী রাসবিহারী হালদার। প্রত্যেক বছর তিনি এই মেলায় আসেন। মধ্যযুগীয় কবির জন্মভিটায় এমন মেলার আয়োজনের জন্য তিনি সাধুবাদ জান।
কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী মধ্যযুগের বাঙালি কবি। তার জন্ম ষোড়শ শতাব্দীর প্রথম দিকে বলে মনে করা হয়। তার বিখ্যাত কাব্য চণ্ডীমঙ্গলকাব্য প্রাচীন পাঁচালী রচনার মধ্যে শ্রেষ্ঠ।

মুকুন্দরাম তার চন্ডীমঙ্গল কাব্যের নামকরণ করেন অভয়ামঙ্গল ও অন্বিকামঙ্গল। কবির প্রতিভার স্বকৃতিস্বরূপ রাজা রঘুনাথ তাকে কবি কঙ্কন উপাধি প্রদান করেন।
প্রতিবছর মুকুন্দরামের জন্মভিটায় এই মেলার আয়োজন করা হয়।
আগামী চার দিন ধরেই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিখ্যাত কবি মুকুন্দরাম চক্রবর্তীকে স্মরণ করা হবে।

বিভিন্ন ধরনের সাংস্কৃতিক নৃত্য অনুষ্ঠান, কবির জীবন বৃত্তান্ত, তাঁর সৃষ্টি নিয়ে চর্চা, মানুষের মনোরঞ্জনের জন্য বিভিন্ন প্রোগ্রাম থাকছে এই মেলায়। এমনটাই জানালেন দামিন্যা গ্রামে কবি কঙ্কন মুকুন্দরাম সংস্কৃতিক মেলা কমিটির সভাপতি জুলফিকার আলী খান। আজ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস ডি পিও সুপ্রভাত চক্রবর্তী, সি আই সি সুব্রত কুমার ঘোষ, মাধবদিহি থানার ওসি উত্তাল সামন্ত সহ এলাকার বিশিষ্ট দুই অসীম পাল ও বৈদ্যনাথ শীল।

See also  মানুষের অসহায়তার সামনে ঢাল হয়ে দাঁড়াল কলেজ পড়ুয়ারা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি