অন্ধ্রপ্রদেশে কাজে গিয়ে মৃত্যু হওয়া পরিযায়ী শ্রমিক কাদির শেখের পরিবারের পাশে দাঁড়াল ISF। নিহত শ্রমিককে খুন করা হয়েছে বলেই অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা।

রবিবার বিকেলে নিহতের বাড়িতে গিয়ে সমবেদনা জানান ISF-এর প্রতিনিধি দল। উপস্থিত ছিলেন জঙ্গীপুর মহকুমা অবজারভার ও ফারাক্কার অবজারভার আজমেরুল সেখ, সামশেরগঞ্জ বিধানসভার মহিদুল হক, সম্পাদক মনিরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
তাদের বক্তব্য, “আমরা পরিবারের পাশে আছি। এইভাবে একের পর এক পরিযায়ী শ্রমিকদের হত্যা হচ্ছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। দোষীদের দ্রুত শাস্তি দিতে হবে।”
কাদির শেখের রহস্যমৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে দলীয় প্রতিনিধিরা এবং অভিযুক্তদের কঠোর শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে ISF-এর পক্ষ থেকে।