আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

শাহরুখ-জুহির যুগে কি ফাটল? আইপিএলের আগেই কেকেআরের মালিকানায় আসতে পারে বদল

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

আরসিবি ও রাজস্থান রয়্যালসের পর এবার আলোচনার কেন্দ্রে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের নতুন মরশুম শুরু হওয়ার আগেই কেকেআরের মালিকানার একটি বড় অংশে পরিবর্তন আসতে পারে বলে জোর জল্পনা। সূত্রের খবর, দলের সহ-মালিক মেহেতা গ্রুপ নিজেদের শেয়ারের একাংশ বিক্রি করে মূলধন তুলতে চাইছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, এই সিদ্ধান্তের পিছনে জুহি চাওলা ও জয় মেহেতার সম্মতিও রয়েছে।

বর্তমানে কেকেআরের মালিকানা ভাগ করে রেখেছে শাহরুখ খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং জুহি চাওলা-জয় মেহেতার মেহেতা গ্রুপ। রেড চিলিজের হাতে রয়েছে ৫৫ শতাংশ শেয়ার, যার ফলে দলের নিয়ন্ত্রণ মূলত কিং খানের হাতেই। বাকি অংশ রয়েছে মেহেতা গ্রুপের কাছে। খবর অনুযায়ী, মেহেতা গ্রুপ তাদের শেয়ারের কিছু অংশ বিক্রি করার পরিকল্পনা করছে।

নাইট রাইডার্সে বিনিয়োগের সময়ের তুলনায় বর্তমানে ফ্র্যাঞ্চাইজিটির বাজারমূল্য বহুগুণ বেড়েছে। সেই সুযোগ কাজে লাগিয়েই মেহেতা গ্রুপ মূলধন বাড়াতে চাইছে বলে জানা যাচ্ছে। বিক্রি থেকে পাওয়া অর্থ বিদেশি লিগে কেকেআরের নতুন দল কেনার মতো প্রকল্পে বিনিয়োগ করা হতে পারে। এই পুরো প্রক্রিয়ার জন্য আন্তর্জাতিক বিনিয়োগ ব্যাঙ্ক নমুরাকে মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ করার কথাও শোনা যাচ্ছে।

তবে মালিকানা বিক্রি সম্পূর্ণ হবে নাকি আংশিক, তা এখনও স্পষ্ট নয়। আংশিক শেয়ার বিক্রির ক্ষেত্রে জুহি ও জয় মেহেতা কেকেআরের সঙ্গে যুক্ত থাকবেন এবং একই সঙ্গে নতুন কোনও অংশীদার যুক্ত হতে পারেন। তবে একটি বিষয় পরিষ্কার—শাহরুখ খান নিজের শেয়ার বিক্রি করছেন না, ফলে ফ্র্যাঞ্চাইজির নিয়ন্ত্রণ তাঁর হাতেই থাকবে।

আইপিএলের অন্যতম সফল দল হিসেবে কেকেআরের পরিচিতি আলাদা। তিনবার ট্রফি জয় ও চারবার ফাইনালে ওঠার পাশাপাশি, শাহরুখ খান ও কলকাতার নাম যুক্ত থাকায় ব্র্যান্ড ভ্যালু অন্য উচ্চতায়। সেই শক্তিশালী ব্র্যান্ডকেই এবার আর্থিকভাবে আরও কাজে লাগাতে চাইছে মেহেতা গ্রুপ—এমনটাই বাজারসূত্রের ইঙ্গিত।

See also  মাস্ক পরে মাঠে ফুটবল পথ দেখাচ্ছে পল্লিমঙ্গল

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি