আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

জালিয়াতি রুখতে নতুন নিয়ম, মোবাইল নম্বর যাচাই করবে ব্যাঙ্ক ও ফাইনটেক সংস্থা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

ব্যাঙ্কে বা ইউপিআই অ্যাপে ব্যবহার করা মোবাইল নম্বর কি আপনার নিজের নামে? না হলে এবার পড়তে পারেন সমস্যায়। অনলাইন জালিয়াতি ঠেকাতে ব্যাঙ্ক ও ফাইনটেক সংস্থাগুলি বড় পদক্ষেপ নিতে চলেছে। সরাসরি টেলিকম অপারেটরদের থেকে গ্রাহকের নম্বর যাচাই করবে সংস্থাগুলি, তারপরেই নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত।

ক্রমবর্ধমান সাইবার প্রতারণা রুখতেই এই উদ্যোগ। অনেক সময় দেখা যাচ্ছে অন্যের নামে সিম তুলে তা ব্যবহার করা হচ্ছে জালিয়াতির কাজে। তাই এবার টেলিকম অপারেটরের তথ্যের ভিত্তিতে নম্বর যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংসদীয় স্ট্যান্ডিং কমিটিও এই পদক্ষেপকে সমর্থন করেছে। এমনকি সিম ইস্যুর সময় ‘এআই- ফেস রেকগনিশন’ ব্যবহার করার সুপারিশও করেছে তারা। উদ্দেশ্য একটাই— প্রতারণা বন্ধ করা।

তবে নতুন সিদ্ধান্ত নিয়ে সকলেই যে খুশি নন তা-ও স্পষ্ট। অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন, এতে তাঁদের ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ণ হতে পারে। অন্যদিকে, বড় সমস্যায় পড়বেন তাঁরা, যাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ইউপিআই অ্যাপে যুক্ত নম্বর আসলে অভিভাবক বা পরিবারের অন্য সদস্যের নামে। এ ক্ষেত্রে ব্যাঙ্ক বা টেলিকম সংস্থার পদক্ষেপ কী হবে, তা এখনও স্পষ্ট নয়।

See also  পূর্ব বর্ধমান জেলার রায়না থানার পুলিশের জালে আবারো ধরা পরল 3জন

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি