কলিকাতার জোড়াসাঁকোয় জন্ম নিল রবি, দেবেন ঠাকুর তোমার পিতা,মাতা সারদা দেবী। বৈশাখ মাস ২৫ তারিখ ১২৬৮ সাল, জন্ম নিল ঠাকুর ঘরে , ঠাকুর বাড়ির লাল। প্রথাগত শিক্ষা তোমার সয়লো নাকো ধাতে, শিক্ষাজীবন শুরু হল গৃহশিক্ষকের হাতে। শৈশবকাল তার কাটলো অনেক শ্যামের প্রহরায়, রোগ ঘরের মধ্যে বদ্ধ থেকে দেখেন জলাশয়। ‘ঘাটের কথা’ লেখেন তিনি মহিলাদের দেখে, হাঁসগুলো কে দেখেন তিনি বুড়ো বটের সাথে। দেবেন ঠাকুর ঘুরে বেড়ান হিমালয়ের পথে, ঘুরে বেড়ান শিলাইদহে,ছোট্ট রবির সাথে। বোলপুরে যে আসেন কবি বাবার হাত ধরে, কোপাই নদীর পাড়ে সেটি খোয়াই এর তীরে। অবশেষে ছাতিমতলা বেছে নিলেন রবি, উপাসনার সঠিক শান্ত পরিবেশের ছবি । গাছের নীচে শুরু হল মুক্ত বিদ্যালয়, শুরুর সময় ছাত্র-ছাত্রী ছিল কতিপয়। শান্তিনিকেতনের পাশে পাশে হল শিক্ষাসত্র, শিক্ষাদানের তরে রবি, ব্যস্ত দিবারাত্র। কলাভবন, সঙ্গীতভবন সব ই তাঁর ই সৃষ্টি, চারিদিকে হতে লাগলো শিক্ষা-আলোর বৃষ্টি। নাটক, নোভেল,গল্প ছড়া লেখেন অগণ্য, নোবেলজয়ী হলেন তিনি গীতাঞ্জলির জন্য। বিশ্বকবি হলো রবি, হলেন অগ্ৰগণ্য, জালিয়ান ওয়ালাবাগের ঘটনা অতিশয় জঘন্য। নাইট খেতাব করেন ত্যাগ হয়ে মর্মাহত, ইংরেজের বর্বরতায় হলেন পরম ব্যথিত। শেষ বয়সের রোগ ভোগে গেলেন তিনি চলে, আশি বছর বয়সে তাই সবকিছুকে ফেলে। আজকে তাহার বয়স হলো একশত আর ষাট, অনুরাগীর পক্ষ থেকে , তাঁর চরণে ভক্তিপ্রনত হাত।