বাংলার বাইরের রাজ্যগুলিতে বাঙালিদের উপর ‘হেনস্তা’র অভিযোগ এবার আন্তর্জাতিক মহলেও আলোড়ন তুলেছে। নিউ ইয়র্কের একটি মানবাধিকার সংগঠন তাদের এক রিপোর্টে এই বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ওই রিপোর্টে বলা হয়েছে, বিজেপি শাসিত বেশ কিছু রাজ্যে বাংলাভাষী নাগরিকদের উপরে নির্যাতন চলছে এবং ‘অবৈধভাবে বসবাস’-এর অভিযোগ তুলে তাঁদের ফেরত পাঠানোর চেষ্টাও হচ্ছে।
এই প্রতিবেদন সামনে আসার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার তাঁর এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন। সেখানে তিনি উল্লেখ করেন যে, আন্তর্জাতিক সংস্থাও বাংলার সরকারের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়েছে। তাঁর মন্তব্য: “এটা খুব লজ্জার! এবার তো এসব বন্ধ হোক।”

হিউম্যান রাইটস ওয়াচ নামের ওই স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে এশিয়া অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্ণধার এলায়েন পিয়ারসন জানান, “বিজেপি বাঙালিদের দেশ থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করছে। অবৈধভাবে বসবাসকারী নামে যে কোনও নাগরিককে হেনস্তা চলছে।” রিপোর্টে আরও দাবি করা হয়েছে, অসম, গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ এবং ওড়িশার মতো বিজেপি শাসিত রাজ্যগুলিতে এই ধরণের ঘটনা বেশি ঘটছে।
গত কয়েকদিন ধরেই পরিযায়ী বাঙালি শ্রমিকদের বিরুদ্ধে ‘বাংলাদেশি’ বলে অপবাদ দেওয়ার অভিযোগ উঠছে। অনেক সময় বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও তাঁদের হেনস্তা করা হচ্ছে বা জোর করে ফিরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এর প্রতিবাদে ইতিমধ্যেই রাজ্যজুড়ে আন্দোলনে নেমেছে তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, আগামী ২৭ জুলাই থেকে রাজ্যের প্রতিটি জেলায় শুরু হবে ‘ভাষা আন্দোলন’। নিউ ইয়র্কের মানবাধিকার সংস্থার সাম্প্রতিক এই রিপোর্ট সেই প্রতিবাদের পক্ষে আন্তর্জাতিক স্বীকৃতি বলেই মনে করছে তৃণমূল শিবির।