বাঁকুড়া জেলার কোতুলপুরের গর্ব — মেডিকেয়ার জেনারেল হসপিটালের কর্ণধার আশরাফ হোসেন।
সীমান্ত পেরিয়ে, হাজার মাইল দূরে ভিয়েতনামের হো চি মিন সিটির আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান “বেতমা ইংলিশ”-এ বিশেষ সম্মানে ভূষিত হলেন তিনি।

এই প্রতিষ্ঠানে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্র-ছাত্রীদের ইংরেজি শিক্ষা দেওয়া হয়, যা ভিয়েতনামের অন্যতম সেরা ইংলিশ মিডিয়াম প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। সেখানে ভারতের প্রতিনিধি হয়ে এমন সম্মান পাওয়া নিঃসন্দেহে এক গর্বের মুহূর্ত।

আশরাফ হোসেন তাঁর এই অর্জনের জন্য বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান মিস্টার সুদিন হো-কে।
তিনি জানান, “সুদূর বাঁকুড়া থেকে ভিয়েতনাম পর্যন্ত এই যাত্রা ছিল শুধু পেশাগত নয়, আবেগেরও এক সেতুবন্ধন।”
তার এই সাফল্যে কোতুলপুরসহ গোটা বাঁকুড়া জেলায় আনন্দ ও গর্বের পরিবেশ। মানুষের মুখে মুখে এখন একটাই কথা —
“বিদেশের মাটিতে ভারত ও বাঁকুড়ার নাম উজ্জ্বল করলেন আশরাফ হোসেন।”







