আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

‘শহিদদের অপমান’, ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বিস্ফোরক অভিষেক

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

এশিয়া কাপের সূচিতে ভারত-পাকিস্তান ম্যাচ রাখাকে কেন্দ্র করে চড়ছে রাজনৈতিক উত্তাপ। এবারে সরব হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ‘এক্স’ প্ল্যাটফর্মে তিনি একটি দীর্ঘ পোস্টে লিখেছেন, ‘পাকিস্তানের সঙ্গে কোনও ক্ষেত্রেই ভারতের সম্পর্ক রাখা উচিত নয়। কারণ ভারতের শহিদদের রক্ত মুছে দেওয়ার ক্ষমতা কোনও ক্রিকেট পিচের নেই। ব্যাট-বলের কারণে তেরঙ্গা ওড়ে না, ভারতের জাতীয় পতাকা ওড়ে সেনার অদম্য সাহসের জন্য।’

অন্যদিকে, প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় রবিবারই জানান, রাজনীতি ও ক্রিকেটের মধ্যে সীমারেখা বজায় রাখা প্রয়োজন। তাই ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে তাঁর কোনও আপত্তি নেই। সৌরভের কথায়, “খেলা হওয়া উচিৎ। পহেলগাঁওয়ে যা হয়েছে সেটার পুনরাবৃত্তি উচিত নয়। কিন্তু তার জন্য ক্রিকেট থামিয়ে রাখা উচিৎ নয়।”

উল্লেখ্য, শনিবার কার্গিল বিজয় দিবসেই প্রকাশ্যে আসে ২০২৫ সালের এশিয়া কাপের চূড়ান্ত সূচি। প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরশাহিতে, ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। ভারত ও পাকিস্তান একই গ্রুপে পড়েছে এবং মুখোমুখি হবে ১৪ সেপ্টেম্বর।

সূচি ঘোষণার পর থেকেই সোচ্চার হয়েছেন একাধিক প্রাক্তন ক্রিকেটার ও রাজনীতিবিদ। মহম্মদ আজহারউদ্দিন ও রবিচন্দ্রন অশ্বিন ম্যাচের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন। অশ্বিন প্রশ্ন তুলেছেন, কয়েকদিন আগে লেজেন্ডস লিগে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দল খেলতে না চাইলেও এবার কেন এশিয়া কাপে মুখোমুখি হচ্ছে?

এই পরিস্থিতিতেই ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন, ‘পাকিস্তানের সঙ্গে কোনও ক্ষেত্রেই ভারতের সম্পর্ক রাখা উচিত নয়। একমাত্র যুদ্ধক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে দেখা হবে। একমাত্র পাক অধিকৃত কাশ্মীর জয়ের লক্ষ্যেই ভারত যুদ্ধে নামবে।’

তিনি আরও লেখেন, ‘ক্রিকেট এবং ক্রিকেটারদের আমি সম্মান করি। কিন্তু মাঠে যখন খেলা হয় তখন আমাদের সেনার রক্ত ঝরে। যে দেশ আমাদের সীমান্ত লক্ষ্য করে গুলি ছোঁড়ে, তাদের সঙ্গে করমর্দন করাটা মোটেই কূটনীতি নয়, সেটা আসলে বিশ্বাসঘাতকতা। বিনোদন নয়, আমাদের লক্ষ্য হওয়া উচিত বিচার। তার থেকে কম কোনও কিছুর অর্থ হল শহিদদের অপমান।’

See also  ২৭ জুলাই থেকে ভাষা আন্দোলনের ডাক দিলেন মমতা ব্যানার্জি

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি