কোতুলপুর হিতসাধন পাঠাগারের উদ্যোগে অনুষ্ঠিত হলো ১৭তম বার্ষিক দেওয়াল পত্রিকা “সৃষ্টি”-র উদ্বোধন অনুষ্ঠান। এদিন পত্রিকার উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক ও শিক্ষাবিদ ডক্টর প্রসেনজিৎ সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঠাগারের গ্রন্থাগারিক, সভাপতি, সদস্য-সদস্যবৃন্দ, প্রাক্তন শিক্ষক সঞ্জয় খাঁ, প্রাক্তন শিক্ষক অজয় খাঁ, শিক্ষক অনির্বাণ দাস, বাঁকুড়া জেলার সেরা পাঠক পুরস্কার প্রাপ্ত গৌরী শংকর মল্লিক মহাশয় সহ অন্যান্যরা।
ডিজিটাল যুগে যেখানে কাগজে ছাপা পত্রিকা দিন দিন হারিয়ে যাচ্ছে, সেখানে কোতুলপুর হিতসাধন পাঠাগারের এই উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয়। সমাজে পাঠাভ্যাস ও সৃজনশীল চর্চা ধরে রাখতেই এই দেওয়াল পত্রিকার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত প্রকাশ করেন উপস্থিত অতিথিবৃন্দ।
