আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

পূর্ব বর্ধমানের মাঝেরগ্রামে তারা মায়ের বাৎসরিক পুজো

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
মন্তেশ্বর :- 
পূর্ব বর্ধমানের মাঝেরগ্রামে কয়েল দীঘির পাড়েই রয়েছে তারা মায়ের মন্দির।আর এই দিঘীর জলেই রয়েছে দেবী মায়ের আশীর্বাদ।কথিত রয়েছে এই জলে স্নান করলে কিংবা এই জল চোখে দিলে চোখের অনেক সমস্যার সমাধান হয়।আর এই মন্দিরের কিছুটা দূরেই রয়েছে মধ্যমগ্রাম শ্রী শ্রী রামকৃষ্ণ মহাভাব আশ্রম।
জ্যৈষ্ঠ মাসের চতুর্দশী তিথিতে এই দুই জায়গাতেই তারা মায়ের বাৎসরিক পুজোকে কেন্দ্র করে তৈরী হয় ব্যাপক আনন্দ ও উচ্ছাস।উপচে পড়ে ভক্তদের ভিড়।প্রায় দুই শতাধিক বছর ধরে চলা কিন্তু করোনার জেরে এইবারের চিত্রটা একেবারেই উল্টো।ভক্তদের ভিড়ও যেমন নেই তেমনি মেলা প্রাঙ্গনও একেবারে খাঁ-খাঁ করছে।
কারণ এইবারের পুজোয় সামাজিক দূরত্ব বজায় রেখে নিয়ম রক্ষার মতো পুজো করা হয় নমো নমো করে।দুদিন ধরে চলা এই পুজোয় পুজো দিতে আসা গুটিকতক ভক্ত ও মন্দির কতৃপক্ষের পক্ষ থেকে মায়ের কাছে করোনামুক্ত পৃথিবী ও সকলের মঙ্গল কামনা করা হয়।
See also  বর্ধমান ডিস্ট্রিক্ট রাইসমিল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বস্ত্র বিতরণ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি