আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সফল অস্ত্রপচারে যুবকের পায়ূদ্বার থেকে প্রকাণ্ড একটা টর্চ বের করলেন কাটোয়া হাসপাতালের শল্য চিকিৎসক

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

 

প্রদীপ চট্টোপাধ্যায় বর্ধমান ৩ সেপ্টেম্বর : ”

কোন এক ’শয়তান” নাকি যুবক আলাউদ্দিন শেখের পায়ূদ্বারে ঢুকিয়ে দিয়েছিল প্রকাণ্ড একটা টর্চ।সফল অস্ত্রপচার করে ওই যুবকের পায়ূদ্বার থেকে ১৪ সেন্টিমিটারের সেই টর্চ বের করলেন পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমা হাসপাতালের শল্য চিকিৎসক তাপস সরকার।

 

পরে যদিও জানা যায়,ঘটনার সঙ্গে
’শয়তানের ’ কোন কাণ্ড নেই ।শল্য চিকিৎসক তাপস সরকার শনিবার বলেন ,”যুবক এখন বিপদ মুক্ত।সে সুস্থও রয়েছে। তবে দীর্ঘ চিকিৎসক জীবনে এই প্রথম এমন অদ্ভুত ঘটনার জন্য আমাকে ওটিতে গিয়ে ছুরি-কাঁচি হাতে তুলে নিতে হয়েছে“।

 

 

অস্ত্রোপচার হওয়া বছর ২৪ বয়সী যুবক আলাউদ্দিন শেখের বাড়ি কাটোয়া থানার গীধগ্রামে। যুবক বিবাহিত । তাঁর স্ত্রী অন্তসত্ত্বা।ভিন রাজ্যে গিয়ে রাজমিস্ত্রির কাজ করে আলাউদ্দিন। বেশ কয়েক মাস হল সে গীধগ্রামের বাড়িতেই রয়েছে। আলাউদ্দিনের মা নাজিবা বিবি এদিন বলেন,শুক্রবার দুপুরে তিনি পুত্রবধূকে ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলেন । তখন তাঁর ছেলে বাড়িতে একাই ছিল।সন্ধ্যায় ছেলে আলাউদ্দিন জানায় ,তার পায়ুদ্বার দিয়ে রক্তক্ষরণ হচ্ছে ।তাই সে কাটোয়া হাসপাতালে যাবে।

 

 

এরপর আলাউদ্দিন একাই হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়ে যায় ।নাজিবা বিবি জানান,পরে রাতে তিনি জানতে পারেন তাঁর ছেলে হাসপাতালে ভর্তি আছে । ছেলের অস্ত্রোপচার হয়েছে ।

হাসপাতাল সুত্রে জানা গেছে,যন্ত্রনায় কাতরাতে কাতরাতে আলাউদ্দিন শেখ নামে
ওই যুবক শুক্রবার সন্ধ্যার প্রাক্কালে হাসপাতালের জরুরীবিভাগে আসে।

 

কি
শারীরিক সমস্যা হয়েছে তা চিকিৎসকরা ওই যুবকের কাছে জানতে চায় ।তখন সে নিজের পায়ূদ্বারের দিকে ইশারা করে দেখিয়ে বলে ,সে ঘরে ঘুমাচ্ছিল ।তখন “শয়তান” নাকি তার পায়ূদ্বারের টর্চ ঢুকিয়ে দিয়েছে। যুবক এমন অদ্ভুত গল্প কথা শোনালেও চিকিৎসকদের কাছে তা বিশ্বাসযোগ্য মনে হয় না ।তবুও যুবক আলাউদ্দিনকে যন্ত্রণায় কাতরাতে দেখে চিকিৎসকরা আর কথা না বাড়িয়ে তাকে হাসপাতালে ভর্তি করে নেন।পরে তাকে হাসপাতালের ওটিতে ঢোকানো হয় ।হাসপাতালের শল্য চিকিৎসক তাপস সরকার প্রায় আধ ঘন্টার অপারেশনে যুবকের পায়ূদ্বার
থেকে ১৪ সেন্টিমিটারের একটি টর্চ বের করেন।

See also  করোনা আতঙ্কে পূর্ব বর্ধমান জেলার বাস্তব অবস্থা নিয়ে বৈঠক করলেন রাজ্য পুলিশের ডিজি

 

 

অপারেশনের পর আলাউদ্দিন কিছুটা
সুস্থতা অনুভব করে। তখন চিকিৎসকদের প্রশ্নের উত্তরে আলাউদ্দিন জানান,“ঘুমের ঘোরে তিনি খাট থেকে পড়ে যান। তখন
খাটের নিচে মেঝেতে পড়ে থাকা টর্চ বেকায়দায় তার পায়ূদ্বারে ঢুকে যায় ।লজ্জায়
সেই কথা বলতে না পেরে ’শয়তান’এমন ঘটনা ঘটিয়ে দিয়েছে বলে তিনি হাসপাতালে ভর্তি হওয়ার সময়ে জানিয়ে ছিলেন“। আলাউদ্দিনের এই স্বীকারোক্তি শুনে হাসপাতালে থাকা অন্য চিকিৎসক , নার্স ও স্বাস্থ্য কর্মীরাও কার্যত স্তম্ভিত হয়ে যান ।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি