আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মানুষকে সচেতন করতে আইসি নিজে পথে নামলেন।

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

ছবি – পার্থ সারথি ঘোষ

নিজস্ব প্রতিবেদন:-পূর্ব বর্ধমান জেলার রায়না থানার সেহারা বাজার পুলিশ ফাঁড়ির নতুন আইসি অফিসার হিসেবে যোগদান করলেন রাজেশ মাহাতা।যোগদান করার পরই তিনি বিশেষ উদ্যোগ গ্রহণ করেন এলাকার মানুষের জন্য আজ সেহারা বাজার ফাঁড়ি পুলিশের উদ্যোগে প্রত্যেক বাজার ও গ্রামগুলিতে আইসি নিজে মাইকিং করে মানুষকে সচেতনবার্তা পৌঁছে দেন।সেহারাবাজার মিরেপোতা মোগলমারি সহ বিভিন্ন গ্রামে তিনি মাইকিং করেছেন।প্রথম সারির করোনা যোদ্ধাদের মধ্যে ডাক্তার নার্স পুলিশ কর্মী সহ সাফাই কর্মী অ্যাম্বুলেন্স চালক প্রত্যেকেই লড়ে যাচ্ছেন নিজেদের মতো করে।

তিনি বলেন, সকলেই যেন মাক্স পড়ে বাড়ির বাইরে বের হন,হাট-বাজার যেখানেই যান না কেন মাক্স যেন অত্যাবশ্যকীয় হয় এবং তার সাথে সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা মোকাবিলায় শামিল হয়। সাবান কিংবা স্যানিটাইজার ব্যবহার করে প্রত্যেকে যাতে হাত পরিষ্কার রাখেন সে কথাও বলেন তিনি।প্রশাসনিক কাজকর্ম সামলানোর পাশাপাশি এই ভাবেই সাধারণ মানুষের কাছে করোনা মোকাবিলায় সচেতনতার বার্তা পৌঁছে দিয়ে সাধারণ জনগণের কাছে মানবিক মুখ হিসেবে পরিচিত হলেন এই আইসি অফিসার।

See also  বন দপ্তরের অফিসার পরিচয় দিয়ে চাকরি করে দেওয়ার নামে ২ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হল এক যুবক

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি