উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: নিজের অন্ত:সত্ত্বা স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার স্বামী জয়নগরে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,জয়নগর থানার কামারিয়া এলাকার বাসিন্দা রাকিব পিয়াদা প্রেম করে গত ৮ মাস আগে বকুলতলা থানা এলাকার ১৬ বছরের এক নাবালিকা ফিরদৌস মোল্লাকে বিবাহ করে।বিয়ের পর থেকে একাধিক বিষয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে প্রতিদিন ঝগড়া হতো।ফিরদৌস প্রায় চার মাসের অন্ত:সত্ত্বা ছিলো।রবিবার দুপুরে ও দুজনের মধ্যে ঝগড়াঝাটি হয় বলে জানা যায়।
আর তার পরে এদিন বিকালে শোবার ঘর থেকে ফিরদৌসকে ঝুলতে দেখা যায়।তার স্বামী তাকে পদ্মেরহাট গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।আর তার পরে মৃতের বাপের বাড়ির তরফে জয়নগর থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে জয়নগর থানার পুলিশ মৃতের স্বামী রাকিব পিয়াদাকে রবিবার রাতে গ্রেফতার করে জয়নগর থানায় নিয়ে আসে।
সোমবার ধৃতকে জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ।ধৃতকে ৫ দিনের পুলিশ হেফাজতের আবেদন করেছে পুলিশ।ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যেতে চায় জয়নগর থানার তদন্তকারি পুলিশ আধিকারিক।মৃতদেহ সোমবার পদ্মেরহাট গ্রামীন হাসপাতালের মর্গ থেকে ময়নাতদন্তের জন্য কলকাতায় পাঠানো হয়।








