বাঁকুড়া : পারিবারিক অশান্তি আর সম্ভতঃ এই কারণেই দামোদর নদের জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল স্বামী স্ত্রী। সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ প্রথম দুর্গাপুর ব্যারেজের বাঁকুড়ার দিকে থাকা দামোদর নদের জলে ঝাঁপ দেয় রুম্পা সাহু মুখার্জী ও সৌরভ মুখার্জী।
দুই জনেই দুর্গাপুরের কাঁকসা থানার অন্তর্গত বামুনারার কাছে বেসরকারী এক হাসপাতালে কাজ করতো। দুর্গাপুর ইস্পাত নগরীর ডেভিড মোড় সংলগ্ন বস্তিতে থাকতো দুই জন।বছর তিনেক আগে প্রণয়ের সম্পর্কের সূত্র ধরে বিয়ে হয়েছিল সৌরভ আর রুম্পার।
খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে আসে বড়জোড়া থানার পুলিশ। প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় পুলিশ দুই স্বামী স্ত্রীর নিথর দেহ দামোদরের জল থেকে উদ্ধার করে। সৌরভের বয়স আনুমানিক ২৪, রুম্পার বয়স আনুমানিক ২৩। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় ।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে বাঁকুড়া জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় । তবে এই আত্মহত্যার পেছনে ঠিক কি কারণ লুকিয়ে রয়েছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বড়জোড়া থানার পুলিশ ।