আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মেমারী শহরে বিশাল বাইক র‍্যালি

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

সেখ সামসুদ্দিনঃ মেমারি শহর তৃণমূল কংগ্রেস ও মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির যৌথ উদ‍্যোগে মেমারি হাসপাতাল মোড় থেকে এক বিশাল বাইক র‍্যালি করা হয়। কেন্দ্রীয় সরকার তথা বিজেপি দমনপীড়ন নীতির বিরুদ্ধে, শহর ও ব্লক এলাকায় উত্তেজনা সৃষ্টি করার বিরুদ্ধে, সংখ্যা লঘুদের উপর চাপ সৃষ্টির প্রতিবাদে এই বাইক র‍্যালি করা হয় বলে জানান ব্লক সভাপতি মধুসূদন ভট্টাচার্য ও শহর সভাপতি অচিন্ত‍্য চ‍্যাটার্জী।

এদিন বাইক র‍্যালি হাসপাতাল মোড় থেকে শুরু করে শহরের পুরাতন বাজার, সোনাপট্টি, স্টেশনবাজার, নিউমার্কেট, বামুনপাড়া মোড় হয়ে জিটিরোড ধরে রসুলপুর দলুইবাজার ১ অঞ্চলে গিয়ে মিছিল শেষ হয়। মিছিলে দুই সভাপতি ছাড়া সহসভাপতি সেখ মোয়াজ্জেম, আশিষ ঘোষদস্তিদার, পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ সভাপতি সেখ মোয়াজ্জেম, পুরসভার সহ প্রশাসক সুপ্রিয় সামন্ত সহ সকল শাখা সংগঠন, অঞ্চল নেতৃত্ব সহ সর্বস্তরে নেতৃত্ব ও কর্মীবৃন্দ।

See also  অতিবৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই, সাড়ে চারশোর বেশি যাত্রী নিয়ে মাঝপথে থমকাল মনোরেল

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি