মুক্তির আগে থেকেই দর্শকমহলে উত্তেজনার ঢেউ তুলেছিল অয়ন মুখোপাধ্যায়ের "ওয়ার ২"
। মুক্তির পর থেকে দর্শকরা কতটা উচ্ছ্বাস দেখালেন, তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। ১৪ আগস্ট মুক্তির পরই বক্সঅফিসে ছবিটি পেয়েছে বিশাল সাফল্য। মাত্র দুই দিনে "ওয়ার ২"
পার করেছে ১০০ কোটির ব্যবসা। দুই সুপারস্টারের একসঙ্গে পর্দায় উপস্থিতি অনুরাগীদের মধ্যে আনন্দের ঢেউ তুলেছে। সিনেমাহলের ভেতর দর্শকরা সেলিব্রেশনে মেতে উঠেছেন।
১০০ কোটির সাফল্য ছুঁইতে পারার পর ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন হৃতিক রোশন, জুনিয়র এনটিআর ও কিয়ারা আডবানি। সোশাল মিডিয়ায় পোস্ট করে ধন্যবাদ জানাতে কী লিখেছেন তাঁরা?

এদিন সকল দর্শক ও অনুরাগীদের ধন্যবাদ জানিয়ে ইনস্টাগ্রামে হৃতিক লেখেন, 'কবীরের দুনিয়ায় যুদ্ধ জিতে গেলেও এই ‘যুদ্ধ’ (ওয়ার) চলতে থাকুক। ২০১৯ সালে যে চরিত্রটার সুযোগ আমার জীবনে এসেছিল তা আমাকে একজন শিল্পী ও অভিনেতা হিসাবে আরও বেশি উদ্বুদ্ধ করেছে। তাই সিনেমাহলের ভিতরে আপনাদের কবীরকে নিয়ে এই মাতামাতি, আপনাদের দেওয়া ভালোবাসা আমাকে সত্যিই আপ্লুত করেছে। ‘কবীর’ আমার অভিনীত সব চরিত্রের মধ্যে উল্লেখযোগ্য হয়ে থাকবে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এভাবে ভালোবাসা দেওয়ার জন্য।'
অন্যদিকে দর্শককে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছেন জুনিয়র এনটিআর। ক্যাপশনে লিখেছেন, 'আপনাদের ভালোবাসা আমি প্রত্যক্ষ করছি। বিক্রম চরিত্রকে ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। যতটা ভালোবাসা আপনারা আমাকে দিয়েছেন ততটাই ভালোবাসা আপনাদের জন্যও। আমরা অনেকটা পরিশ্রম দিয়ে এই ছবিটা তৈরি করেছিলাম। আপনাদের এতটা ভালোবাসা ও পাশে থাকা আমাদের মনে সাহস জুগিয়েছে।'
একইসঙ্গে ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, 'আপনাদের ভালোবাসা জে কতটা জোরাল তা দেখেছি ইতিমধ্যেই। দেখেছি আপনাদের আবেগ, ভালোবাসা, উচ্ছ্বাস সবটাই। আর এগুলোই আমাদের পরিশ্রমকে সার্থক করেছে।'