আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

রানাঘাট-শিয়ালদহ এসি লোকালে প্রথম দিনে ২৫০৩ যাত্রী, ধরা পড়লো বিনা টিকিটের যাত্রী

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

রবিবার উদ্বোধন হওয়া রানাঘাট-শিয়ালদহ এসি লোকাল ট্রেন আজ সোমবার যাত্রীদের নিয়ে ছুটল। যাত্রীরা এসি লোকালে চড়ে আনন্দ প্রকাশ করেছেন। তবে প্রথম দিনেই একটি অননুমোদিত যাত্রী ধরা পড়ে, যাকে জরিমানাও গুণতে হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, এসি লোকালে কঠোর নজরদারি চালানো হবে।

পূর্ব ভারতে প্রথম এসি লোকাল ট্রেনটি সকাল নির্ধারিত সময়ে রানাঘাট স্টেশন থেকে যাত্রী নিয়ে ছেড়ে যায়। সকাল থেকেই স্টেশনে দীর্ঘ অপেক্ষা ছিল যাত্রীদের। ট্রেনে ওঠার আগে সকলে টিকিট কেটেছেন। সকাল ৮:২৯ মিনিটে ট্রেনটি রানাঘাট থেকে রওনা দেয়। নির্ধারিত স্টেশনগুলোয় ট্রেন থামলে যাত্রীরা ওঠানামা করেন। কিন্তু প্রথম দিনেই বিনা টিকিটের এক যাত্রী ধরা পড়ে।

জানা গেছে, ওই যাত্রী আসনের পাশে লুকিয়ে ছিলেন। টিকিট পরীক্ষক যখন তাঁর টিকিট দেখতে চান, তখন তিনি টিকিট পরীক্ষককে এড়িয়ে অন্য কামরায় যাওয়ার চেষ্টা করেন। সন্দেহজনক আচরণে তাকে পাকড়াও করা হয় এবং পরে তাঁর কাছ থেকে ২৮৫ টাকা জরিমানা নেওয়া হয়। প্রশ্ন উঠেছে, কেন ওই যাত্রী টিকিট কাটেননি এবং সচেতন হয়নি। এসি ট্রেনের প্রতিটি কামরায় টিকিট পরীক্ষক ও রেল পুলিশ থাকবে বলে জানানো হয়েছে। ভবিষ্যতে আরও কঠোর নজরদারি চলবে।

প্রথম দিনে রানাঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত মোট ২৫০৩ জন যাত্রী এসি লোকালে সওয়ার হন বলে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে। আশা করা হচ্ছে, ভবিষ্যতে যাত্রী সংখ্যা আরও বাড়বে। ভাড়া প্রতি যাত্রীর জন্য ১২০ টাকা। ট্রেনে সামনের ও পেছনের দিকে দুটি লেডিজ কামরা রয়েছে। অনলাইন ও কাউন্টার থেকে টিকিট পাওয়া যাবে। মেট্রোর মতো যাত্রীরা এক কামরা থেকে অন্য কামরায় যেতে পারবেন। এছাড়াও নানা আধুনিক সুবিধা রয়েছে। ট্রেনটিতে মোট আসন সংখ্যা ১১২৬টি। প্রতিটি কোচে তিনজনের জন্য স্টেইনলেস স্টিলের আসন আছে। এর পাশাপাশি রয়েছে সিসিটিভি, জিপিএস ভিত্তিক এলইডি ডিসপ্লে, ঘোষণা ব্যবস্থা এবং টকব্যাক সিস্টেম।

See also  ভয়াবহ অগ্নিকান্ডে সম্পূর্ণ পুড়ে ছাই গোটা বাড়ি

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি