আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

হরিদ্বার মন্দিরে ভয়াবহ বিশৃঙ্খলা, পদপিষ্ট হয়ে প্রাণ গেল ৬ জনের, আহত বহু

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উত্তরাখণ্ডের হরিদ্বারে পুজো দিতে গিয়ে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। "ভিড়ের চাপে পদপিষ্ট" হয়ে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৬ জন। আহত হয়েছেন বহু পুণ্যার্থী। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই "উদ্ধারকাজ" শুরু করেছে প্রশাসন। ঘটনাস্থলে পৌঁছে গেছে রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী।

প্রাথমিক তথ্য অনুযায়ী, "রবিবার সকালে" হরিদ্বারের জনপ্রিয় "মনসা দেবী" মন্দিরে এই দুর্ঘটনা ঘটে। মন্দির চত্বরে প্রবেশের সিঁড়ির কাছে হঠাৎ করে শুরু হয় ধাক্কাধাক্কি। কিছু বুঝে ওঠার আগেই "ভিড়" একসাথে চাপে পড়ে গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন অনেকে। "পদপিষ্ট হয়ে" ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ জনের। আহত হয়েছেন অন্তত ৩৫ জন, যাদের দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

স্থানীয় পুলিশ এবং "এসডিআরএফ" দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। "মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী" গোটা উদ্ধার প্রক্রিয়ার উপর সরাসরি নজর রাখছেন বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

See also  রেল স্টেশনের টিভিতে হঠাৎ নীল ছবি চললো টানা তিন মিনিট

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি