আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মেধাবী ছাত্রী দিশার পাশে হুগলি গ্রামীণ পুলিশ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষ্ণ সাহা , আরামবাগ:- হুগলি গ্রামীণ পুলিশের এক মানবিক উদ্যোগে উজ্জ্বল হলো বসন্তপুরের মেধাবী ছাত্রী দিশা চক্রবর্তীর ভবিষ্যৎ। ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখছে দিশা। সেই স্বপ্নপূরণের পথে বড় বাধা ছিল একটি ট্যাব, যা দিয়ে সে অনলাইন ক্লাস করতে পারবে। আর্থিক সমস্যার কারণে তার মা সেই ট্যাব কিনে দিতে অসমর্থ ছিলেন।

এই পরিস্থিতিতে এগিয়ে আসেন আরামবাগ মহকুমা পুলিশ আধিকারিক সুপ্রভাত চক্রবর্তী । হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে দিশাকে উপহার দেওয়া হয় একটি ট্যাব। এটি তার ফিজিক্স ওয়ালা অনলাইন ক্লাসে অংশগ্রহণের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল।

দরিদ্র পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও দিশার পড়াশোনার প্রতি আগ্রহ ও অদম্য ইচ্ছাশক্তি পুলিশ প্রশাসনকে অনুপ্রাণিত করেছে। পুলিশের এই সহায়তা নিঃসন্দেহে দিশাকে তার স্বপ্নের পথে আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে সাহায্য করবে।

মানবিক এই উদ্যোগ সমাজে এক ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করল।
দিশার ভবিষ্যৎ উজ্জ্বল হোক — এটাই সকলের কামনা।

See also  শহীদ সেনা জওয়ান স্নরণে রক্তদান শিবির জামালপুরে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি