পূর্ব বর্ধমানের রায়না দু নম্বর ব্লকের উচালন বাজারে মাস্ক বিতরণ করছেন এক গৃহশিক্ষক। করোনা পরিস্থিতি মোকাবিলায় দেশ জুড়ে চলছে তৃতীয় দফার আনলক পর্ব। সংক্রমণ তো কমছেই না উত্তরোত্তর বেড়েই চলেছে। এবার মানুষকে সচেতন করতে পথে নামলেন গৃহশিক্ষক রাজীব কুমার দত্ত। বর্তমানে টিউশন বন্ধ তাই রুজি-রোজগার বলতে কিছুই নেই। মুখে নেই মাস্ক অথচ বিনা প্রয়োজনে রাস্তাঘাটে ঘুরে বেড়ানোর বহর দেখলে অবাক হতে হয়।
এইসব ও সচেতন মানুষদের মধ্যে সচেতনতা আর বার্তা যাতে ছড়িয়ে পড়ে এবং মাস্ক নামক বস্তুটি কে নিজেদের প্রাত্যহিক জীবনে অঙ্গাঅঙ্গিভাবে যুক্ত করে নেয় সেই জন্য ছাত্র ছাত্রীদের সঙ্গে নিয়ে পথে-ঘাটে মাস্ক বিলি করছেন গৃহশিক্ষক রাজীব কুমার দত্ত। শিক্ষকের এমন প্রচেষ্টায় সাহায্য করেছে মাধব ডিহি থানা। ছাত্র ছাত্রীদের সঙ্গে নিয়ে এদিন তিনি প্রায় 200 টিরও বেশি মাস্ক বিতরণ করেছেন।