আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

দামোদরে ধরা পড়লো বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ: এক কেজির ইলিশের নিলাম ২১০০ টাকা

By Pradip Chatterjee

Published :

WhatsApp Channel Join Now

ভারতের নদী দামোদরে ধরা পড়লো বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ। এই চমকপ্রদ ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুরে। শুক্রবার সকালে এক কেজি ওজনের ইলিশ মাছ পাওয়া নিয়ে এলাকায় ব্যাপক উন্মাদনা ছড়িয়ে পড়ে। সাধারণত পদ্মা, মেঘনা, এবং যমুনার মোহনা থেকে ইলিশের আগমন দেখা যায়, কিন্তু মিষ্টি জলের দামোদর নদে এই রুপোলি শস্যের দেখা মেলা বাঙালির দুর্গাপুজোর আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে।

জামালপুরে ইলিশের নিলাম: বাজার মাতানোর ঘটনা

দামোদরের ইলিশের বাজারমূল্য পদ্মার ইলিশকেও ছাড়িয়ে গেছে। জামালপুরের মাছের আড়তে সেই এক কেজি ওজনের ইলিশ মাছটির নিলাম শুরু হয় ১২০০ টাকা থেকে, এবং শেষ পর্যন্ত ২১০০ টাকায় নিলাম হয় মাছটি। জামালপুরের বাসিন্দা লক্ষণ বিশ্বাস এই ইলিশটি কেনেন। তিনি বলেন, “দুর্গাপুজোর সময় পরিবারের জন্য টাটকা ইলিশ কেনার সুযোগ হাতছাড়া করতে চাইনি। এই ইলিশের স্বাদ আসলে অমূল্য।”

Highlight


দামোদরে বাংলাদেশের ইলিশ: চমকপ্রদ ঘটনা

ভারতের নদী দামোদরে ধরা পড়লো বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ। এই চমকপ্রদ ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুরে। শুক্রবার সকালে এক কেজি ওজনের ইলিশ মাছ পাওয়া নিয়ে এলাকায় ব্যাপক উন্মাদনা ছড়িয়ে পড়ে। সাধারণত পদ্মা, মেঘনা, এবং যমুনার মোহনা থেকে ইলিশের আগমন দেখা যায়, কিন্তু মিষ্টি জলের দামোদর নদে এই রুপোলি শস্যের দেখা মেলা বাঙালির দুর্গাপুজোর আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে।

জামালপুরে ইলিশের নিলাম: বাজার মাতানোর ঘটনা

দামোদরের ইলিশের বাজারমূল্য পদ্মার ইলিশকেও ছাড়িয়ে গেছে। জামালপুরের মাছের আড়তে সেই এক কেজি ওজনের ইলিশ মাছটির নিলাম শুরু হয় ১২০০ টাকা থেকে, এবং শেষ পর্যন্ত ২১০০ টাকায় নিলাম হয় মাছটি। জামালপুরের বাসিন্দা লক্ষণ বিশ্বাস এই ইলিশটি কেনেন। তিনি বলেন, “দুর্গাপুজোর সময় পরিবারের জন্য টাটকা ইলিশ কেনার সুযোগ হাতছাড়া করতে চাইনি। এই ইলিশের স্বাদ আসলে অমূল্য।”

See also  লকডাউনে অন্নের সংস্থান করতে না পারায় অভুক্ত থেকেই দিন কাটছে জামালপুরের তাঁতিদের

দামোদরে ইলিশ মাছ আসার কারণ

টানা বৃষ্টিপাত ও ডিভিসির জলাধার থেকে ছাড়া পানির কারণে দামোদর নদ প্লাবিত হয়েছে। মৎসজীবীরা ধারণা করছেন, মোহনা থেকে কিছু ইলিশ বিপরীত স্রোতে এসে দামোদরে আটকা পড়েছে। জামালপুরের উত্তর মোহনপুর নিবাসী জেলে তপন বিশ্বাস জানান, শুক্রবার ভোরে জাল টেনে তোলার সময় তিনি ইলিশটি পান।

ইলিশের ঝাঁক: ভবিষ্যতের সম্ভাবনা

জামালপুরের মৎস্য সম্প্রসারণ আধিকারিক নিত্যানন্দ মণ্ডল জানান, ইলিশ মাছ সাধারণত ঝাঁক বেঁধে থাকে এবং পরিযায়ী প্রজাতির। এরা লোনা জল থেকে মিষ্টি জলে ডিম পাড়তে আসে। তিনি আশাবাদী, ভবিষ্যতে দামোদরে আরও ইলিশ ধরা পড়ার সম্ভাবনা আছে। তবে, বর্তমানে শুধুমাত্র একটি ইলিশ পাওয়ার কারণ এখনও স্পষ্ট নয়।

দামোদরে ইলিশ মাছ আসার কারণ

টানা বৃষ্টিপাত ও ডিভিসির জলাধার থেকে ছাড়া পানির কারণে দামোদর নদ প্লাবিত হয়েছে। মৎসজীবীরা ধারণা করছেন, মোহনা থেকে কিছু ইলিশ বিপরীত স্রোতে এসে দামোদরে আটকা পড়েছে। জামালপুরের উত্তর মোহনপুর নিবাসী জেলে তপন বিশ্বাস জানান, শুক্রবার ভোরে জাল টেনে তোলার সময় তিনি ইলিশটি পান।

ইলিশের ঝাঁক: ভবিষ্যতের সম্ভাবনা

জামালপুরের মৎস্য সম্প্রসারণ আধিকারিক নিত্যানন্দ মণ্ডল জানান, ইলিশ মাছ সাধারণত ঝাঁক বেঁধে থাকে এবং পরিযায়ী প্রজাতির। এরা লোনা জল থেকে মিষ্টি জলে ডিম পাড়তে আসে। তিনি আশাবাদী, ভবিষ্যতে দামোদরে আরও ইলিশ ধরা পড়ার সম্ভাবনা আছে। তবে, বর্তমানে শুধুমাত্র একটি ইলিশ পাওয়ার কারণ এখনও স্পষ্ট নয়।

Pradip Chatterjee

Senior Reporter Jamalpur, Purba Bardhaman. প্রদীপ চ্যাটার্জী কৃষকসেতু নিউজ বাংলার সিনিয়র কনটেন্ট রাইটার। বিগত ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত।