ভর সন্ধ্যায় বর্ধমান শহরের স্টেশন বাজারে দেখা মিলল চকচকে সোনালি ইলিশের। সুদূর বাংলাদেশের বরিশাল থেকে পাড়ি দিয়ে বাংলার বাজারে এসেছে ‘ইলিশ রানী’। সঙ্গে রয়েছে বাঙালির ভুরিভোজের আরেক নায়ক পমফ্রেট। রাখি বন্ধনের ঠিক আগেই জমজমাট মাছের বাজার। কোথাও ৮০০ টাকা, কোথাও ১২০০ টাকা কেজি দরে বিকোচ্ছে ইলিশ। পমফ্রেটও চাহিদায় কোনও অংশে কম নয়।
এবছর বাংলা নববর্ষের শুরু থেকেই একটানা বৃষ্টি যেন পিছু ছাড়ছে না। শুধু বাংলা নয়, গোটা দেশেই বৃষ্টির দাপট। তারই মাঝে শুরু হয়েছে ‘বাংলা’ নিয়ে রাজনৈতিক টানাপোড়েন-বাংলা মানে কি কেবলই বাংলা ভাষা, না কি আহারেও বাঙালিআনা?
কথায় আছে বাংলা মাননে ,সংস্কৃতি আর বারো মাসে তেরো পার্বণ। আর পার্বণ মানেই ভুরিভোজ।

সেই ভুরিভোজে এবার বাঙালির পাতে রাজত্ব করতে এসেছে বরিশালের ইলিশ। ব্যবসায়ীদের মতে, অন্যান্য বছরের তুলনায় এবছর ইলিশের দাম অনেকটাই কম। ফলে মধ্যবিত্তরাও পুজোর আগেই ঘরে তুলছেন পদ্মার স্বাদ।
রাখি বন্ধন উপলক্ষে দেশ জুড়ে তৈরি হয়েছে উন্মাদনা। কেউ রাখি পরাচ্ছেন, কেউ ভাইয়ের জন্য বানাচ্ছেন পায়েস কিংবা বিরিয়ানি। আর সবকিছুরই সরাসরি সম্প্রচার চলছে সোশ্যাল মিডিয়ায়। কে কী খাচ্ছে, কে কী ছবি দিচ্ছে—তার দিকেই চোখ আটকে সাধারণ মানুষের।
সোশ্যাল মিডিয়ার সেই আলো-ছায়ার ভিড়ে বর্ষার আসল আনন্দ ধরা দিল আজ বর্ধমানের মাছের বাজারে—ইলিশ আর পমফ্রেটের লড়াইয়ে।