আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সবজির থেকে সস্তায় ইলিশ, দাম কমছে চিকেনেরো

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

সবজির বাজার ইদানিং যেন ছ্যাঁকা দিচ্ছিল আমজনতাকে। সপ্তাহখানেক আগেই যে সবজি হাতে ধরা হচ্ছিল, তার দামে যেন হাতে তাপ লাগছিল। বেগুন, ঢ্যাঁড়শ, পটল, সব কিছুই ছিল সেঞ্চুরির দোরগোড়ায়। তবে এখন অবশ্য সবজির দাম কমেছে। কাঁচালঙ্কার কেজি 350 টাকা থেকে কমে হয়েছে 150 টাকা। তবে টমেটোর দাম কিন্তু এখনও নামেনি। 150 টাকা কেজি হিসেবেই শহরাঞ্চলে টমেটো কিনতে হচ্ছে। কিছু জায়গায় দাম রয়েছে 130 টাকা কেজিতেও।

 

তবে বাজারে আলুর দাম রয়েছে সস্তাই। জ্যোতি আলি প্রতি কেজি বিকোচ্ছে 22 টাকা দরে। চন্দ্রমুখীর দাম রয়েছে 26 টাকা প্রতি কেজি। আলুর দাম তুলনামূলক ভাবে কম থাকায় আপাতত মধ্যবিত্তের আলু কিনতে সমস্যা হচ্ছে না। পাশাপাশি ঢ্যাঁড়শেরও দাম কমেছে। প্রতি কেজি ঢ্যাঁড়শ বিকোচ্ছে 50-70 টাকাতে। পটলের কেজি রয়েছে 40 টাকা।মাছের বাজারে যেন খুশির প্রাণ গড়ের মাঠ। সস্তায় মিলছে দেদার ইলিশ।

 

তবে তার স্বাদ অবশ্য আহামরি নয়। কেজি প্রতি ছোট ইলিশের দাম রয়েছে 500 টাকা। এই ইলিশের ওজন 350-450 গ্রাম। যার কেজি রয়েছে 500 থেকে 600 টাকা পর্যন্ত। 600 থেকে 700 গ্রাম ওজনের ইলিশ কিনতে হলে খসাতে হচ্ছে প্রতি কেজিতে 1000 টাকা। অন্যদিকে 1 কেজি ওজনের ইলিশ মাছ কিনতে হলে খরচ করতে হবে 1400-1600 টাকা পর্যন্ত।তবে ইলিশ ছাড়াও বাজারে অন্য মাছের কিন্তু অভাব নেই।

 

পাবদা বিকোচ্ছে 300 টাকা কেজি থেকে। বড় আকারের পাবদা মাছের দাম রয়েছে 400 টাকা কেজি। ট্যাংরা মাছের প্রতি কেজির দাম 350 টাকা। এমনকি ভোলা মাছেও কেজি প্রতি দাম রয়েছে 400 টাকা। কাতলা মাছের কেজি বাজারে রয়েছে 350 টাকা করে। ভেটকি কিনতে হলে কেজি প্রতি দাম দিতে হবে কমপক্ষে 500 টাকা।অন্যদিকে সস্তায় মাছ কেনারও সুযোগ আছে। রুইয়ের প্রতি কেজিতে কাটার ক্ষেত্রে দাম রয়েছে 250 টাকা।

See also  বর্ধমানে বুধবারের সবজি বাজার দর

 

গোটা রুই মাছের কেজি প্রতি দাম রয়েছে 190- 210 টাকা। তেলাপিয়া মাছের দাম শুরু হচ্ছে 180 টাকা কেজি থেকে। লোটে মাছ প্রতি কেজিতে দাম রয়েছে 120- 130 টাকা। দামে কম দিয়ে কিনতে পারেন লাইলনটিকা মাছও।

এছাড়া, বাজারে মিলছে চিংড়িও। প্রতি কেজি ছোট চিংড়ির দাম রয়েছে 300 টাকা। বাগদা চিংড়ির প্রতি কেজিতে দাম রয়েছে 450 টাকা। গলদা চিংড়ি কিনতে খরচ করতে হবে কেজিতে 700 টাকা।

 

তবে মাংসের দাম কিন্তু কমেছে। বাজারে চিকেনের প্রতি কেজিতে দাম রয়েছে 180- 210 টাকা। গোটা মুরগির কেজি হিসেবে দাম রয়েছে 132- 148 টাকা। মাটন বিক্রি হচ্ছে চড়া দামেই। মাটনের প্রতি কেজিতে দাম রয়েছে 750- 800 টাকা পর্যন্ত।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি