“সকলের সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার”—এই মূলমন্ত্রকে সামনে রেখে এগিয়ে চলেছে সেবাশ্রয় ২। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানবদরদি উদ্যোগে শুরু হওয়া এই প্রকল্প আজ মহেশতলায় সপ্তম দিনে পদার্পণ করল। এদের উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তিনাঙ্কুর ভট্টাচার্য।
প্রতিদিনের মতো আজও শিবিরে ভিড় ছিল নজরকাড়া। প্রকল্পের প্রতিটি শিবিরে বিনামূল্যে উচ্চমানের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা ও ওষুধ প্রদান করা হচ্ছে। সাধারণ মানুষ অত্যন্ত সন্তুষ্ট হয়ে দুই হাত তুলে মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ জানাচ্ছেন।
স্থানীয় বাসিন্দাদের মতে, “আগে এমন পরিষেবা কোনোদিন পাইনি। সেবাশ্রয় ২ এসে আমাদের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিয়েছে।”
স্বাস্থ্য পরিষেবা সকলের কাছে পৌঁছে দেওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য, এবং সেবাশ্রয় ২ সেই প্রতিশ্রুতি যথার্থভাবে পালন করছে।
পরিদর্শন শেষে কি বললেন রাজ্য সভাপতি শুনাবো।








