আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

‘ডিভোর্সের তামাশা দেখতে এসেছেন?’, গণেশ পুজোয় আচমকা সুনীতার চিৎকার, স্ত্রীর ব্যবহারে স্তম্ভিত গোবিন্দা!

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

৩৭ বছরের দাম্পত্য এবার কি ভাঙনের মুখে? গোবিন্দা-সুনীতা নাকি আলাদা হওয়ার পথে! ঠিক এমন সময়েই গণপতি উৎসবের মঞ্চে আচমকা রাগ ঝাড়লেন গোবিন্দার স্ত্রী। উপস্থিত সংবাদমাধ্যম ও ছবিশিকারিদের উদ্দেশে সুনীতার কটাক্ষ— “কি, ডিভোর্সের তামাশা দেখতে এসেছেন?”

গত কয়েকদিন ধরেই ডিভোর্সের খবর ঘিরে বলিউড সরগরম। ঠিক এমন সময় বুধবার একসঙ্গে ধরা দিলেন ‘হিরো নং ওয়ান’ গোবিন্দা ও তাঁর স্ত্রী। দুজনেই মেরুন রঙের পোশাকে হাজির ছিলেন, সুনীতা ছিলেন মারাঠি সাজে। শুরুতে হাসিখুশিই ছিলেন তিনি। তবে ডিভোর্স প্রসঙ্গ ওঠাতেই চটে গিয়ে সাংবাদিকদের উদ্দেশে চেঁচিয়ে ওঠেন— “আপনারা কি এখানে ডিভোর্স বিতর্ক শুনতে এসেছেন? নাকি গণপতি বাপ্পার জন্য এসেছেন? কোনও বিতর্ক নেই এখানে, যান!”

স্ত্রীর উত্তেজিত প্রতিক্রিয়ার মাঝেই শান্তভাবে গোবিন্দার জবাব— “বাপ্পার আশীর্বাদে পরিবারের সমস্ত কঠিন সময় দূর হয়, উনি সব দুঃখ-দুর্দশা ভুলিয়ে দেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমরা যেন পরিবারের সকলে আরও জুড়ে জুড়ে থাকি। আপনারা যশ-টিনার জন্য প্রার্থনা করবেন একটু।”

উল্লেখ্য, এ বছরের শুরু থেকেই তাঁদের ডিভোর্স নিয়ে গুঞ্জন জোরদার হয়। সুনীতার এক ভ্লগে দাম্পত্যজীবনের যন্ত্রণা প্রকাশের পর সেই বিতর্ক আরও তীব্র হয়। পরে গুজব ছড়ায়, নাকি সুনীতা বান্দ্রা আদালতে পরকীয়া ও গার্হস্থ্য হিংসার অভিযোগে ডিভোর্সের মামলা দায়ের করেছেন। যদিও সত্যি কতটা তা স্পষ্ট নয়। তার মধ্যেই আবারও একসঙ্গে দেখা গেল এই তারকা দম্পতিকে গণপতি উৎসবের অনুষ্ঠানে।

See also  একঝলকে দেখে নিন পূর্ব বর্ধমান জেলার করোনা পজিটিভের সংখ্যা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি