বিহারের রাজগীরে আয়োজিত হকি এশিয়া কাপে জয় দিয়ে অভিযান শুরু করল ভারতীয় পুরুষ হকি দল। টানটান লড়াইয়ে চিনকে ৪-৩ গোলে পরাজিত করেছে হরমনপ্রীতরা। শুরুতে পিছিয়ে পড়লেও অধিনায়ক হরমনপ্রীতের হ্যাটট্রিকই জয়ের ভিত্তি গড়ে দেয়।
ম্যাচের ১৩ মিনিটে প্রথম গোল খেয়ে বসে ভারত। শুরুতে একের পর এক আক্রমণ করেও গোল পায়নি দল। উলটো দিকে ‘পেনাল্টি কর্নার’ থেকে গোল করে এগিয়ে যায় চিন। স্কোরলাইন খোলেন ডু শিহাও। তবে ভারত দ্রুত ঘুরে দাঁড়ায়। চার মিনিট পরেই সমতা ফেরান যুগরাজ সিং। এরপরেই অধিনায়ক হরমনপ্রীত সিং দুর্দান্ত ‘ড্র্যাগ ফ্লিক’ থেকে গোল করে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ভারত।

দ্বিতীয়ার্ধ শুরু হতেই ফের গোল হরমনপ্রীতের। তখন ব্যবধান দাঁড়ায় ৩-১। কিন্তু তার পরেই খেলা জমে ওঠে। ভারতের রক্ষণভাগের ভুলে দু’মিনিটের মধ্যে গোল শোধ করে দেন চেন বেনহাই। এরপর তৃতীয় কোয়ার্টারের শেষ দিকে ফের গোল করে ম্যাচে সমতা ফেরায় চিন। গোলদাতা জেশেং গাও।
তবে ম্যাচের শেষ অধ্যায় লিখলেন হরমনপ্রীত। চতুর্থ কোয়ার্টারের প্রথম দিকে ফের গোল করে দলকে এগিয়ে দেন তিনি। এর আগে একাধিকবার সুযোগ নষ্ট করলেও এবার আর ভুল করেননি। শেষ পর্যন্ত তার হ্যাটট্রিকের সুবাদেই ৪-৩ ব্যবধানে জিতে নেয় ভারত। যদিও শেষ মুহূর্তে জার্মানপ্রীত সিং ‘হলুদ কার্ড’ দেখে পাঁচ মিনিট মাঠের বাইরে ছিলেন, তবু চিন আর ম্যাচে ফিরতে পারেনি।