গ্রামবাসীদের সহযোগিতায় হনুমানের অন্তিম সংস্কার কালী মন্দিরের পাশেই । পূর্ব বর্ধমান জেলার রায়না এক ব্লকের সেহারা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মোগলমারি গ্রাম এলাকায় চাষের জমিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায় একটি হনুমান। মোগলমারি গ্রামবাসীদের নিকট খবর পৌঁছাতেই গ্রামের বামুনপাড়া এলাকার মানুষরা ওই মৃত হনুমানটিকে গ্রামে নিয়ে আসে। তারপর সেখানে এসে উপস্থিত হয় বিহার থেকে আসা কিছু ব্যবসায়ীরা।
সকলের উপস্থিতিতে ধার্মিক ক্রিয়াকর্মের মাধ্যমেই বামুন পাড়া এলাকায় একটি কালী মন্দিরের পাশেই ওই হনুমানের মৃতদেহ সমাধিস্থ করা হয় করা হয়। বিহার রাজ্যের ব্যবসায়ী অরুণ পণ্ডিত বলেন হিন্দুধর্ম মেনেই মৃত হনুমানটিকে জয় বজরংবলী ধ্বনি দিতে দিতে সমাধিস্থ করা হয় ।
গ্রামের বহু মানুষ এবং মহিলারাও এসে উপস্থিত হয় এবং তারাও হনুমানটির অন্তিম কার্যে শঙ্খধ্বনি এবং উলুধ্বনি দেয়। গ্রামের বাসিন্দা রবীন্দ্রনাথ মন্ডল বলেন আগামী মঙ্গলবার উদয় অস্ত হরিনাম এবং রামায়ণ পাঠ এর মাধ্যমে এবং হিন্দু ধর্মের রীতি নীতি মেনে গ্রামের এবং এলাকার মানুষদের ভোজন করানো হবে সাথে সাথেই একটি মন্দির নির্মাণ করা হবে আগামী দিনে।