উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন আছে।কিন্তু মোবাইল কেন্দ্রীক বর্তমান সমাজে খেলাধূলা হারিয়ে যাচ্ছে। আর তাই খেলার প্রতি আগ্রহ বাড়াতে এগিয়ে এলো জয়নগর মজিলপুর পৌরসভার চাঁপাতলার গ্রামবাসীরা।আর তাদের উদ্যোগে বৃহস্পতিবার থেকে চারদিনের জয়নগর মজিলপুর ক্রিকেট উৎসবের সূচনা হয়ে গেল জয়নগর মজিলপুর ইন্দিরা উদ্যোনে।

বৃহস্পতিবার এই খেলার সূচনা করেন জয়নগর মজিলপুর পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার।এছাড়া উপস্থিত ছিলেন জয়নগর মজিলপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান রথীন মন্ডল,প্রাক্তন চেয়ারম্যান সুজিত সরখেল,ডাক্তার অশোক কান্ডারী,ডাক্তার নাসিম আহমেদ,জয়নগর মজিলপুর জে এম টেনিং স্কুলের প্রধান শিক্ষক দীপংকর মন্ডল সহ পৌরসভার একাধিক কাউন্সিলারগণ।দক্ষিন ২৪ পরগণার ১৪ টি ও কলকাতার ২ টি মোট ১৬ টি দল এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে।রবিবার এই খেলার ফাইনাল অনুষ্ঠিত হবে।এব্যাপারে এই খেলার যুগ্ম আহবায়ক রথীন মন্ডল ও আজহার খান বলেন,খেলার মধ্যে দিয়ে শরীর চর্চা হয়।

বর্তমানে মাঠে এসে খেলতে আগ্রহী নয় এখানকার ছেলে মেয়েরা। তাই আমরা এই খেলার প্রতি আগ্রহ বাড়াতে এই ক্রিকেট উৎসবের আয়োজন করেছি।ভালো মানের খেলা উপভোগ করতে তাই সবাই আসুন মাঠে।রবিবার ফাইনাল খেলায় বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও নগদ টাকা তুলে দেওয়া হবে।এছাড়া ম্যান অফ দ্য সিরিজে ব্যাটারি স্কুটি এবং ম্যান অফ দ্য ম্যাচে বাই সাইকেল তুলে দেওয়া হবে।












