আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

জয়নগরে সাধারণ ধর্মঘটে উওেজনা ছড়ায়, বিক্ষপ্ত প্রভাব পড়ে জয়নগরে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষকসেতু,উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর :
বুধবার কেন্দ্রীয় শ্রমিক সংগঠন গুলির ডাকে দেশজুড়ে ২৪ ঘন্টার সাধারণ ধর্মঘটে দক্ষিণ ২৪ পরগনার বিচ্ছিন্ন প্রভাব পড়লো। দৈনিক ৬০০টাকা মজুরি, ন্যূনতম মাসিক বেতন ২৬ হাজার টাকা সহ একাধিক দাবিতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। শ্রমিকদের অধিকার সুরক্ষায় হয়েছিল বিভিন্ন ইউনিয়ন ও সংগঠন সরব হয়েছে।

আর এ দিন এই ধর্মঘটের জেরে জয়নগর থানার পদ্মেরহাট হাসপাতাল মোড় ও দক্ষিণ বারাশতে উত্তেজনা ছড়ায়।এদিন সকাল থেকেই ধর্মঘট সমর্থকরা রাজ্য সড়ক অবরোধ করে বসে যান।যান চলাচল ব্যাহত হয়।রাস্তা জুড়ে দাঁড়িয়ে থাকে বাস,অটো প্রাইভেট গাড়ি সহ অ্যাম্বুলেন্স। দীর্ঘক্ষণ যানজট সৃষ্টি হয়। অফিস গামী মানুষ, স্কুল পড়ুয়া ও জরুরী পরিষেবা যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হয় এদিন।

ধর্মঘট সমর্থকরা এদিন বলেন,বঞ্চনার বিরুদ্ধে এদিনের এই প্রতিবাদ। কেন্দ্রীয় সরকার একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে, নতুন শ্রম কোড শ্রমিকদের অধিকার হরণ করবে বলেই দাবি তাদের। পাশাপাশি কলকাতা মেট্রো শ্রমিক সংগঠন ও তাদের কর্ম ঘন্টা সংক্রান্ত ইস্যুতে এই ধর্মঘটে সামিল হন।এদিন এই ধর্মঘট সরাতে ঘটনাস্থলে পৌঁছে যায় জয়নগর থানার বিশাল পুলিশ বাহিনী।

ধর্মঘটীদের সঙ্গে তাদের প্রথমে বচসা হওয়ার পরে ও পুলিশের সঙ্গে কথা বলে অবরোধ তুলে দেওয়া হয়।এদিন জয়নগর মজিলপুর পৌরসভার সহ জয়নগর মজিলপুর ডাকঘর, একাধিক স্কুল,এলআইসিআই অফিস,গ্যাস অফিস সহ দোকানপাট স্বাভাবিক ছিল তবে জয়নগরে পিএনবি ও দক্ষিণ বারাশতে ব্যাঙ্ক অফ বরোদা এদিন পুরোপুরি বন্ধ ছিল ধর্মঘটীদের দাবি তাদের ধর্মঘট সফল হয়েছে।

তবে এদিন রাজ্য সরকারের পক্ষ থেকে সরকারি নির্দেশিকায় জানানো হয়েছিল যাতে সরকারি অফিস কেউ কামাই করতে না পারে আর তার জন্য সরকারের পক্ষ থেকে এদিন যানবাহন ও সচল রাখা হয়।তবে এদিনের ধর্মঘটের প্রভাব আগামী দিনে কতটা বিস্তার লাভ করবে তা নিয়ে উৎকণ্ঠে রয়েছে সাধারণ মানুষ।

See also  তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে রাখি বন্ধন উৎসব

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি