পাপাই সরকার ( পূর্ব বর্ধমান ) :- পূর্ব বর্ধমান শহরের বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবি মা সর্বমঙ্গলা মন্দীর অতি প্রাচীর রাজা রাজাদের আমলে এই মন্দির। গত ৬মাস ধরে করোনা আবহের জেরে মন্দির সেরকম ভক্রের সমাগম ছিলোনা ।তারপর লকডাউন শিথিল হতেই বর্ধমান শহরের বিভিন্ন ধর্মীয় স্থানে সামাজিক দূরত্ব বজিয়ে রেখেই কিন্তু খুব কম সংখ্যক মন্দিরে প্রবেশ করতে দেওয়া হতো ভক্তদের।কিন্তু অতি প্রাচীর এই সর্বমঙ্গলা মন্দিরে কিন্তু ভক্তদের প্রবেশ করতে দেওয়া হতো না।
তারপর আস্তে আস্তে লকডাউন আরো শিথিল হতেই এই সর্বমঙ্গলা মন্দিরে ভক্তদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল খুব কম সংখ্যক ভক্তদের ।এরপর লকডাউন পুরো শিথিল হতেই বৃহস্পতিবার থেকে সর্বমঙ্গলা মন্দিরে ভক্তদের দর্শন ও পুজো দেওয়ার জন্য সম্পূর্ণ অনুমতি দিয়ে দেওয়া হলো ।এতোদিন এই করোনা আবহে মায়ের ভোগ বিতরন বন্ধ ছিলো ।কিন্তু আজ থেকে মায়ের ভোগ বিতরন চালু করা হলো ।মাত্র ১০০টি মালসা ভোগ পাবেন ভক্তরা ।তার বেশি আর ভোগ বিতরন করা যাবেনা ।এছারাও মন্দিরে বসে যে ভোগ খাওয়ানোর ব্যাবস্থা ছিলো সেটি বন্ধ আছে এখনও মন্দির কমেটির ট্রাষ্ট বোর্ড অনুযায়ী ।এছারাও আরও আনান্য বিধি নিষেধ মেনে মন্দির সম্পূর্ণ খুলে দেওয়া হলো ভক্তদের জন্য ।