আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের জেরে দুস্কৃতিদের হাতে খুন তৃণমূলের প্রাক্তন প্রধান

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

 

 তৃনমূলের গোষ্ঠীদ্বন্দের জেরে দুস্কৃতিদের হাতে খুন হতে হল তৃনমূলের প্রাক্তন প্রধান কে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার বেলিয়াড়া গ্রামে। মৃত প্রাক্তন প্রধান শেখ বাবর আলি। স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় শাসক দলের ক্ষমতা কোন গোষ্ঠীর হাতে থাকবে তা নিয়ে বহুদিন ধরেই দুপক্ষের মধ্যে একটা ঠান্ডা লড়াই চলছিল। গতকাল গভীর রাত্রে দুস্কৃতীরা তৃনমূলের দলীয় কার্যালয়ে হঠাৎই আক্রমন হানে। ব্যাপক বোমাবাজির সাথে দুস্কৃতীরা তৃনমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায়। এরপরই দুস্কৃতীরা হামলা করে দলীয় কার্যালয়য়ের অদুরে থাকা তৃণমূলের প্রাক্তন প্রধান শেখ বাবর আলির বাড়িতে। তার বাড়িতে ব্যাপক বোমাবাজি করা হয়।

 

পড়ে হামলা হয়েছে বলে টের পেয়ে বাবর আলি পাশে থাকা হাজি সাহেবের বাড়িতে আশ্রয় নেয়। এরপর দুস্কৃতিরা হাজি সাহেবের বাড়ির দরজা ভেঙে ঢুকে শেখ বাবর আলিকে বোমা মেরে ও ছুরির আঘাতে খুন করে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায়। এলাকায় উত্তেজনা থাকায় রাতেই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে গোটা গ্রাম মুড়ে ফেলে। সকাল থেকে এলাকায় চলছে পুলিশের টহলদারি। এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। পুলিশ এই ঘটনায় এখনো অবধি পাঁচ জনকে আটক করেছে। ইতিমধ্যেই এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

See also  অবৈধভাবে পাচার হওয়া গম ভর্তি ট্রাক সহ গ্রেফতার ৩

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি