এপ্রিলের মাঝামাঝি সময় গ্রীষ্ম সবে ওয়ার্নআপ ছেড়ে ব্যাটিং শুরু করেছে। এখনই গরদের দাপটে দিশেহারা হয়ে পড়ছে মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপপ্রবাহ শুরু হয় বাইরে এই অবস্থা থেকে মুক্তি পেতে একটু এসির খোঁজ করে মানুষ। কয়েকটা সহজ উপায় ও সতর্কতা অবলম্বন করলেই করতে পারে এসির বিলের খরচ এক নারে চোখ বুলিয়ে নিন!
ব্যবহার না হলে এসির সুইচ বন্ধ রাখুন অনেক সময়ই রিমোট দিয়ে এসি বন্ধ করে দিলেও ফোন সুইচ অফ করতে ভুলে যান না করেন না এটা ভেবে যে, এসি তো অফ আছে। কিন্তু এর ফলে বাড়ছে আপনার এদির বিল। এসির আইডেল লোড’ বাড়তে থাকে যা বিদ্যুৎ খরচ বাড়ায়।
এসির তাপমাত্রা সঠিকভাবে সেট করুন
আনোকই মনে করেন তাপমাত্রা যত কম হবে ততই ঠান্ডা হবে। কিন্তু তা নয়৷ ব্যুরো অফ এনাজি এফিসিয়েন্সি (বিইই) অনুসারে, মানবদেহের জন্য ২৪ ডিগ্রি আদর্শ তাপমাত্রা৷ তাই যদি এই তাপমাত্রায় এসি সেট করলে আপনি আরও বিদ্যুৎ সাশ্রয় করতে পারবেনা টাইমান ব্যবহার করুন অনেকেই রাতে ঘুমোনোর সময় এসি চালিয়ে ঘুমিয়ে পড়েনা রাতে উঠে অফ করার কথা মনে থাকে না। তাতে সারা রাত অপ্রয়োজনীয় এসি চলতে থাকে যদি আপনি টাইমার সেট করেন।
তো সেই অপচয় এড়াতে পারবেনা ঘরের মধ্যে আটকে থাকা তাপমাত্রা বার করে দিন এসি চালানোর আগে ঘরে থাকা তাপমাত্রা বের করে দিন। তাতে ঘর তাড়াতাড়ি ঠান্ডা হবে। ফলে আপনার এসি রুম চালাতে হবে, এবং বিল আরও কমবে। এসির সার্ভিস নিয়ম মেনে করুন এসি একবার কেনা হয়ে গেলে অনেকেই সার্ভিসিং করাতে গড়িমসি করেন।
কিন্তু সেটা ভুল। আপনি সময় মত এসি সার্ভিসিং করালে এসি আরও ভাল চলবে। দ্রুত ঘর ঠান্ডা করবে। তাতে খরচও কান পড়াবা ঘরের জানলা-দরজা ভাল করে বন্ধ করুন প্রথমে ঘরের সব জানলা-দরজা ভালভাবে বন্ধ করুনা মাথায় রাখতে হবে এসির হাওয়া যাতে কোনও ভাবে ঘরের বাইরে না যায়৷ যদি একটুকুও বেরিয়ে যায় তো এসির ওপর চাপ পড়বো এসির সঙ্গে পাখা চালান অনেকেই ভাবেন এসি চলছে তো পাখা অফ থাকা কিন্তু এটা ভুলা এসির সাস একটা মিনিমাম স্পিডে পাখা চালানো থাকলে ঘর তাড়াতাড়ি ঠান্ডা হবে এবং ঘরের মধ্যে ঠান্ডান্ডার আনকক্ষণ বজায় থাকবে। যা বিদ্যুৎ বিল কমাতে সাহায্য করবে।