ফিল্মি কায়দায় পিছু ধাওয়ার শেষে চারচাকা গাড়ির পথ আটক করে ব্যাপক পরিমাণ গাঁজা-সহ দুই পাচারকারীকে পাকড়াও করল পুলিশ। শুক্রবার রাতে পূর্ব বর্ধমানের কালনার পারুলিয়া বাজার সংলগ্ন এসটিকেকে (STKK) রোডে ঘটে এই ঘটনা। পূর্বস্থলী ও নাদনঘাট থানার পুলিশ যৌথভাবে এই সফল অভিযান চালায়।
অভিযানে উদ্ধার হয়েছে ৮৩ কেজি গাঁজা। ঘটনায় গ্রেপ্তার হয়েছেন হুগলির বলাগড় থানার ডুমুরদহো এলাকার বাসিন্দা বাবলি মল্লিক এবং নাদনঘাট থানার দক্ষিণ শ্রীরামপুর বাজার এলাকার রাজু দাস। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস (NDPS) আইনে মামলা রুজু করে শনিবার বর্ধমান আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানালেও বিচারক ৫ দিনের হেপাজত মঞ্জুর করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে খবর আসে—একটি চারচাকা গাড়ি মাদকদ্রব্য নিয়ে কাটোয়ার দিক থেকে কালনার দিকে আসছে। সেই খবর পেতেই নান্দাই ব্রিজ ও পারুলিয়ার মাঝে নাকা চেকিং শুরু করে পুলিশ। ঠিক তখনই একটি হুগলি-মুখি গাড়ি আচমকা ঘুরে পূর্বস্থলীর দিকে ফেরত যেতে দেখা যায়। বিষয়টি সন্দেহজনক মনে হতেই পূর্বস্থলী থানাকে খবর দেয় নাদনঘাট থানার পুলিশ। পরে দুই থানার পুলিশ মিলে ধাওয়া করে পারুলিয়া এলাকাতেই গাড়িটি আটকে দেয়।
কালনা মহকুমা পুলিশ আধিকারিক (SDPO) রাকেশ চৌধুরী জানান, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ও ভিডিওগ্রাফির মাধ্যমে গাড়িতে তল্লাশি চালিয়ে ৯৮টি প্যাকেট ভর্তি মোট ৮৩ কেজি গাঁজা উদ্ধার হয়। এরপরই গাড়িটি বাজেয়াপ্ত করা হয় এবং দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
এই বিপুল পরিমাণ গাঁজা কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচার করার পরিকল্পনা ছিল—তা খতিয়ে দেখছে পুলিশ।








