কাগজে-কলমে দক্ষিণবঙ্গে বর্ষা লাগলেও মূলত বাস্তবে একফোঁটাও বৃষ্টির আধার নেই। সরকারিভাবে জলের বন্দোবস্ত কোথাও হয়নি।
ক্যানেলগুলি পুরোপুরি জনশূন্য। জেলা সেচ দপ্তর জানিয়েছেন, ড্যাম্পে তেমন জল ধরা নেই তাই ক্যানেলগুলিতে জল দেওয়া যাচ্ছে না। ফলে অসহায় চাষিদের মাথায় হাত।
তবুও অন্নদাতারা অন্যের জন্য হন্যে হয়ে অন্ন সংগ্রহের কাজে মন দিয়েছেন। অর্থাৎ চাষিরা যেটুকু সামর্থ্য সেইটুকু অর্থ দিয়ে পুরো জমির কৃষি কাজ না হলে সামান্য অংশটুকু চাষ করতে নেমেছেন।
বৃষ্টির জলের অভাবে বাধ্য হয়ে চড়া দাম দিয়ে নলকূপ ও গভীর নলকূপ থেকে জল কিনে কোনোমতে চাষ আবাদ শুরু করেছেন। এটি অংক করে দেখা গেছে কুড়ি থেকে ত্রিশ শতাংশ জমি চাষ হবে। বাকি জমি পড়েই থাকবে।
চাষিরা মনে করছেন তার পুরোপুরি না হলে আত বেলা খেয়ে দিন কাটাতে হবে ভবিষ্যতে।