মিলন পাঁজা (ইন্দাস) :- আজ ছোট গোবিন্দপুর এস.এন পাঁজা হাইস্কুলে দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই স্কুলের সভাপতি কুন্তল কুমার মন্ডল মহাশয়। সহ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিক আহমেদ সহ শিক্ষক-শিক্ষিকারা এছাড়াও ছাত্র-ছাত্রী বৃন্দ এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
এই অনুষ্ঠানটি আরম্ভ হয় উদ্বোধন সংগীত ও নিত্য ,কবিতা মাধ্যমে দিয়ে। প্রথমে সব্বাইকে চন্দনের ফোঁটা ও একটি করে গোলাপি স্টিক দেয়া হয় ও যেই ছাত্র ছাত্রীরা ২০২৩ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে সেই সমস্ত স্টুডেন্ট দিকে এই স্কুলের তরফ থেকে একটি করে কলম গোলাপি স্টিক এবং মিষ্টির প্যাকেট দেয়া হয় এতে স্টুডেন্টরা খুব খুশি হয় বলে জানা গেছে। আমাদের প্রতিনিধি মিলন পৌঁছে গেছে ওই স্কুলে কি জানাচ্ছে শুনে নেব।।