আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

হরিয়ানা পুলিশের পোশাক পরে দাদাগিরি, বর্ধমানে ধরা পড়ল ফেক পুলিশ! নাম প্লেটে লেখা ভুয়ো নাম!

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বর্ধমান শহরের ৫ নম্বর ওয়ার্ডে হরিয়ানা পুলিশের ড্রেস পরে দাদাগিরি চালানোর অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ।

ঘটনাটি ঘটেছে বর্ধমান স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্মের বাইরে, শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির অফিসের পাশে। অভিযোগ, ওই ব্যক্তি হরিয়ানা পুলিশের পোশাক পরে দোকানদারদের ভয় দেখিয়ে খাবার নিতেন, কিন্তু টাকা দিতেন না। বুধবার সকালে ফের একইভাবে ক্যাশ টাকা ও খাবার নিতেই দোকানদারদের সন্দেহ হয়। তাঁরা সঙ্গে সঙ্গেই তাকে ধরে ফেলে।

পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের কার্যালয়ে তখন উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক ইফতিকার আহমদ,তিনি বিষয়টি দেখেন এবং দ্রুত বর্ধমান থানার আইসি-কে খবর দেন। এরপর বর্ধমান থানার পুলিশ এসে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায়।

সাংবাদিকদের সামনে ধৃত যুবক, যার নাম রনিত ঘোষ, স্বীকার করে—
তিনি হরিয়ানায় সিকিউরিটি কর্মী হিসেবে কাজ করেন। সেখান থেকেই পোশাকটি পেয়েছেন। তবে নামপ্লেট ও ব্যাজ কিনে লাগিয়েছেন নিজেই। নাম প্লেটে নাম লেখা রয়েছে ভুয়ো। ধৃত আরও মেনে নেন যে খাবার নিয়ে তিনি টাকা দেননি।
ঘটনা প্রসঙ্গে বিজেপি জেলা সম্পাদক দেবজ্যোতি সিংহ রায় প্রশাসনিক গাফিলতির কথা উল্লেখ করে জানান, “কলকাতা শহরের বুকে আস্ত থানা উদ্ধার হয়েছে সেই ক্ষেত্রে তো ফেক পুলিশ আসবেই। এগিয়ে বাংলা যে স্লোগান তৃণমূল কংগ্রেসের আছে, ফেক পুলিশ তারই জ্বলন্ত উদাহরণ। সত্যিই তো বাংলা এইভাবেই এগিয়ে রয়েছে। এটাই তো এগিয়ে বাংলার মডেল। বাংলার প্রতিটা গ্রামে প্রতিটা প্রান্তে এইরকম অসাধু কাজকর্ম চলছে। তোলাবাজি চিটিংবাজির মত রমরমা কারবার সারা বাংলা জুড়ে চলছে”।

See also  প্রবল গতিতে আসা যাত্রীবোঝাই বাস উল্টে গেল রাজ‍্য সড়কের উপরে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি