পাঠানের শুভমুক্তির ৪২ দিন পেরিয়ে গেলেও, অনুরাগীদের ভিড় একটুও কমেনি বললেই চলে। বিশ্বজুড়ে বক্স অফিসে হাজার কোটি টাকার গণ্ডি পেরিয়েছে অনেক দিন আগেই। মুক্তির ৪২ দিন পরে ‘পাঠান’-এর মোট ব্যবসা ১০৪০ কোটি টাকা।বিশেষজ্ঞদের ধারণা, এই টাকাই কিছু দিন পর ১০৫০ কোটিতে পৌঁছবে।
২০২৩-এর শুরুতেই আবার শাহরুখকে দেখা গেলো বাদশা রুপে বলিউড কাঁপাতে। প্রায় ৫ বছর পর শাহরুখকে দেখতে পাওয়া গেলো তার আগের ঝলকে। ২০১৮ সালে শাহরুখ-ক্যাটের জিরো ছবি কোনও জায়গা করতে পারেনি বক্স অফিসে। ফের এত বছর পরে আবার দেখা মিলল বলিউড বাদশার। পাঠানের প্রথম গানটি দর্শক মন জয় করে ফেলেছিল। পাঠানের এত সাফল্যের কারণে শাহরুখ একাধিকবার ধন্যবাদ জানিয়েছেন সকল দর্শক ও অনুরাগীদের।
পাঠানের সাফল্যের কারণে, বুধবার সমাজ মাধ্যমে শাহরুখ লেখেন, ‘মানুষের মনোরঞ্জন করা ও তাঁদের মুখে হাসি ফোটানো আমাদের কাজ। আমরা সেই কাজকে ব্যক্তিগত দায়িত্ব বলেই মনে করি। তা না করলে কোনও দিন আমরা আকাশ ছুঁতে পারব না। জয় হিন্দ।’