আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

দুস্থদের সেবার মধ্যদিয়ে স্বাধীনতা দিবস পালন করলো পূর্ব বর্ধমানের ‘ইউথ ব্রিগেড ’

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

 

 

রোনা ভীতি দুরে সরিয়ে রেখেই দেশ জুড়ে শনিবার পালিত হল ৭৪ তম স্বাধীনতা দিবস ।তবুও শুধুমাত্র জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে সীমাবদ্ধ না থেকে এই দিনটি এক ভিন্ন আঙ্গিকে পালন করলো ‘ইউথ ব্রিগেডের’ সদস্যারা ।

এই দিন তারা রান্না খাবার তৈরি করে পূর্ব বর্ধমানের সমুদ্রগড় স্টেশানে আশ্রয় নিয়ে থাকা শতাধীক দুস্থকে খাওয়ালেন।এছাড়াও করোনা সংক্রমণ থেকে রক্ষা পবার জন্য তাদের সকলের হাতে সংগঠনের সদস্যরা তুলে দেন মাস্ক। ইউথ ব্রিগেডের’ সদস্যদের এই মহতি কর্মকাণ্ডের তারিফ করেছেন সমুদ্রগড়ে আপামোর বাসিন্দা ।

Krishaksetu bangla

সংগঠনের উপদেষ্টা পল্লব দাস এদিন বলেন,ভারতের প্রতিটি নগরিকের কাছেই স্বাধীনতা দিবসের একটা আলাদা তাতপর্য রয়েছে । অন্যান বছর এই বিশেষ দিনটি ঘটা করে পালিত হয়েথাকে । কিন্তু এবছর করোনা আবহে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পালনে ছেদ টানতে হয়েছে। পল্লব বাবু দাবি করেন , সমাজসেবা মূলক কাজে ব্রতি হবার শপথ নিয়েই পথ চলা শুরু করেছিল ‘ইউথ ব্রিগেড ’। তাই শুধু জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে নিজেদের এই বিশেষ দিনটিতে সীমাবদ্ধ না রেখে সংগঠনের সদস্যরা সেবা মূলক কাজে সামিল হয় ।

সমুদ্রগড় স্টেশান চত্ত্বরে বহু দুস্থ মানুষজন আশ্রয় নিয়ে থাকেন ।ভিক্ষা করেই তাদের পেট চলে ।করোনার কারনে এখন ট্রেনও চলছে না।ফলে তাদের রুটি রুজি জোগাড় করাই দায় হয়ে উঠেছে । সেকথা মাথায় রেখে এই বিশেষ দিনে স্টেশান চত্ত্বরে আশ্রয় নিয়ে থাকা দুস্থদের জন্য রান্না করা খাবারের ব্যবস্থা করা হয় । ‘ইউথ ব্রিগেডের ’সদস্যরা নিজের হাতে পরিবেশন করে তাদের খাওয়ান । নিরন্ন ওই মানুষ গুলির তৃপ্তির হাসি ‘ইউথ ব্রিগেডের ’ সদস্যদের কাছে বড় প্রাপ্তি বলে পল্লব দাস মন্তব্য করেন ।

আরো পড়ুন-মায়ের আত্মঘাতী হবার ঘটনায় গ্রেপ্তার নেশাগ্রস্ত ছেলে

See also  বিরল ঘটনা! তিন কন‍্যা সন্তানের সুস্থ‍্য প্রসব বর্ধমানের একটি হাসপাতালে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি