আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে এক ওয়ার্ড বয় বিবাহিত মহিলাকে শ্লীলতাহানি করায় এই শ্লীলতাহানির ঘটনার প্রতিবাদে ক্যাডারদের নিয়ে হাসপাতাল চলবে না তৃণমূলকে কটাক্ষ পূর্ব বর্ধমান জেলা কংগ্রেসের

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে শ্লীলতাহানি কাণ্ডকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানাল পূর্ব বর্ধমান জেলা কংগ্রেস। মঙ্গলবার দলীয় প্রতিনিধিরা হাসপাতালে ডেপুটেশন দিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হন। তাদের অভিযোগ, “ক্যাডারদের নিয়ে হাসপাতাল চলবে না! তৃণমূল কংগ্রেসে কি দাদার অভাব আছে নাকি? দাদা, দিদিদের ছবিতে ভর্তি হাসপাতাল, অথচ হাসপাতালের আসল কাজটাই ঠিকমতো হয় না”।


উল্লেখ্য, বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে এক রোগীর বিবাহিত মেয়েকে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগে গ্রেফতার হয়েছে হাসপাতালেরই এক ওয়ার্ড বয়। ধৃতের নাম বিশ্বজিৎ দে ওরফে বাপ্পা বয়স ৪৮বছর। বাড়ি বর্ধমান শহরের বাবুরবাগ এলাকায়। গত ২১ বছর ধরে হাসপাতালের কর্মী হিসেবে কাজ করছিল সে।


নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ বিশ্বজিৎ দেকে গ্রেফতার করে সোমবার বর্ধমান আদালতে তোলে। আদালত দুই দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ওয়ার্ডবয় হাসপাতালের নিউ বিল্ডিং-এর মহিলা চেস্ট ওয়ার্ডে কর্মরত ছিল। ওই ওয়ার্ডেই চিকিৎসাধীন ছিলেন এক আদিবাসী রোগী, যার মেয়েই অভিযোগ দায়ের করেন।
এই ঘটনাকে ঘিরে ক্ষোভে ফুঁসছে বিরোধীরা। জেলা কংগ্রেসের নেতৃত্ব জানিয়েছেন, “হাসপাতালের ভিতরে নারী নিরাপত্তা প্রশ্নের মুখে। আমরা দোষীর কঠোর শাস্তি চাই এবং প্রশাসনের উদাসীনতার প্রতিবাদ জানাই”।

See also  আজকের ( ২৯-০৭-২০২০ ) পূর্ব বর্ধমানের করোনা আপডেট

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি