আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ডিভিসি-র বাঁধের সামনে রাজ্যের বাঁধ! হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

চলতি বর্ষায় একের পর এক নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। প্রতিদিনই ভারী বৃষ্টিপাতের মাঝে জলছাড়াকে ঘিরে ফের কাঠগড়ায় দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করে এসেছেন, ডিভিসি-র জলছাড়ার জেরেই রাজ্যের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হচ্ছে।

সোমবার বোলপুরের একটি জনসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানান, ‘ডিভিসি-র বিরুদ্ধে এবার আরও শক্ত পদক্ষেপ’ নেওয়ার পরিকল্পনা করছে রাজ্য সরকার। তাঁর কথায়, “ডিভিসি যেভাবে জল ছাড়ছে, তাতে জেলাগুলিকে ডুবিয়ে দিচ্ছে।”

মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিগত ২০ বছর ধরে ডিভিসি কোনও ড্রেজিং করেনি। যার ফলে জলাধারগুলোর ধারণ ক্ষমতা অনেকটাই কমে গিয়েছে। তিনি বলেন, “যাতে ঝাড়খণ্ড না ডোবে, তাই তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছে বাংলায়।” একইসঙ্গে হুঁশিয়ারি দেন, “এবার যদি ড্রেজিং না করে, তাহলে ওদের বাঁধের সামনে বাঁধ তৈরি করে দেব। যাতে ওদের জলে ওদেরই থাকে। জেলাগুলো না ডোবে। এটাই হবে আমাদের পরবর্তী প্ল্যানিং। গায়ে যতক্ষণ আঘাত না লাগে, ততক্ষণ বুঝতে পারে না কেউ।”

উল্লেখ্য, বিগত বেশ কয়েক বছর ধরেই ডিভিসি-র সঙ্গে রাজ্যের সম্পর্ক উত্তপ্ত। একাধিকবার চিঠিপত্র চালাচালি হয়েছে দুই পক্ষের মধ্যে। মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্যকে না জানিয়েই জল ছেড়ে দেয় ডিভিসি। যদিও কর্পোরেশন সূত্রে জানানো হয়েছে, নিয়ম মেনেই সমস্ত তথ্য রাজ্যকে জানানো হয়।

See also  কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড জলপাইগুড়ি, ময়নাগুড়ি-সহ একাধিক এলাকা, মৃত্যু ৪

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি