আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বর্ধমানের দুর্গা প্রতিমা পাড়ি দিচ্ছে সুদূর আমেরিকায়

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পূর্বস্থলী ১ ব্লকের জাহান্নগর পঞ্চায়েতের অন্তর্গত মাগনপুর এলাকার প্রত্যন্ত গ্রামের শিল্পীর শিল্প নৈপূন্যের ছোঁয়ায় কাঠ ও ফাইবার দিয়ে তৈরি দুর্গা প্রতিমা পাড়ি দিচ্ছে সুদূর আমেরিকায়। আগামী বুধবারই আমেরিকার লইশিয়ানা রাজ্যের ইলিনুইজ স্ট্রিটে, প্রবাসী বাঙালি অনিমেষ রায়ের পারিবারিক পুজো উপলক্ষে তা পারি দেবে। মাগনপুর এলাকার বাসিন্দা তাপস দের বন্ধু স্বরুপগঞ্জের বাসিন্দা অনিমেষ রায় তার পরিবারসহ আমেরিকায় বসবাস করে, গত দুমাস আগে অনিমেষ বাবু তার বাড়িতে দুর্গাপুজো করবেন এই মনস্থির করে, তাপস বাবুকে এই এলাকা থেকে একটি ঠাকুর পাঠানোর জন্য বলে।

 

আর তখনই তাপস বাবুর মাধ্যমে মাগনপুরের বছর ২৪ এর শিল্পী শঙ্কু দেবনাথের সাথে যোগাযোগ স্থাপন হওয়ার পরই, ঠাকুর তৈরি করতে শুরু করেন শঙ্কু। ইতিমধ্যেই কাজ প্রায় ৯০% শেষ ওই শিল্পীর। ছোটবেলা থেকেই মডেল তৈরির ওপর ঝোকছিল শঙ্কুর। সেই মতন উচ্চমাধ্যমিক পড়া শেষ করার পরই কৃষ্ণনগরের বিখ্যাত ঘূর্ণির শিল্পীদের থেকে ট্রেনিং নেয় সে। এর আগেও বিভিন্ন মনীষীদের মূর্তি বানিয়েছে শঙ্কু, আর এর পরই সুদুর আমিরিকা থেকে দুর্গা তৈরীর বরাত পাওয়ায় উচ্ছ্বসিত সে এবং তার পরিবারের লোকেরা।

 

 

দিনের সাত থেকে আট ঘণ্টা পরিশ্রম করে মূর্তি তৈরির কাজ করছে সে। তার সঙ্গ দিচ্ছে তার বাবা মদন দেবনাথ এবং একজন হেলপারও। শঙ্কুর কথায় দুর্গা প্রতিমার মাথায় যে চুল লাগানো হবে, সেটিও শ্যাম্পু দিয়ে ধোঁয়া পর্যন্ত যাবে। স্বভাবতই প্রত্যন্ত গ্রামের যুবক শঙ্কুর দেবী প্রতিমা আমেরিকায় পাড়ি দেওয়ায় খুশি গ্রামের সকলেই।

See also  মালদা শহরের এই শিবলিঙ্গকে ঘিরেই শুরু হয়েছে শোড়গোল।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি