আমিরুল ইসলাম,বোলপুর
পূর্বস্থলীর ২৮বছর বয়সী, নুরুল হাসান শেখ দীর্ঘদিন ধরেই গলার সমস্যাতে ভুগছিলেন। বিভিন্ন জায়গাতে চিকিৎসা করেও সুফল পাননি তিনি। বরং দিন যত গেছে ততই তার গলার সমস্যা বেড়েছে। প্রায় হাল ছেড়ে দেওয়ার মত অবস্থাতে তিনি শরণাপন্ন হন বোলপুরে চেন্নাই থেকে আসা চিকিৎসকদের কাছে।
রোগীকে দেখে অবিলম্বে আজই অস্ত্রপচার করার সিদ্ধান্ত নেন চিকিৎসক। শান্তিনিকেতন সেবানিকেতন নার্সিংহোমের উন্নত পরিকাঠামোকে ব্যবহার করে নুরুলের গলায় ঝুঁকিপূর্ণ অপারেশন করা হয়।
চেন্নাই এর বিখ্যাত চিকিৎসক ও রোবোটিক সার্জেন ডাক্তার
ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার করে রোগীকে সুস্থ করে তুললেন চিকিৎসক। এই সাফল্য এল বোলপুরের বেসরকারি স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র শান্তিনিকেতন সেবা নিকেতন নার্সিংহোমে।
সূত্রের খবর, পূর্ব বর্ধমান জেলার অনিরুদ্ধ রাজকুমার জানান, “ওই ব্যক্তির গলায় একটি বড় সিস্ট হয়েছিল। ডাক্তারি পরিভাষায় একে থাইরোগ্লোসার সিস্ট বলা হয়, অপারেশনটাকে সিস্ট্রাংক অপারেশন। অপারেশনটা সফল হয়েছে।”
নার্সিংহোমের পক্ষে ডা অয়ন চক্রবর্তী জানান, “এটি একটি অত্যন্ত জটিল অপারেশন, রিস্কিও। বোলপুর শহর সংলগ্ন বিভিন্ন জায়গাতে এই অপারেশন করা সম্ভব নয়। কিন্তু আমাদের শান্তিনিকেতন সেবানিকেতন নার্সিংহোমের আজ সফল ভাবে এই অপারেশন করা সম্ভব হয়েছে ডাক্তার রাজকুমারের দ্বারা। বোলপুরে এই ধরনের ঝুঁকিপূর্ণ অপারেশন এই প্রথম। আমরা খুশি রোগীকে তার রোগ মুক্ত করতে পেরে।”
প্রায় এক ঘন্টা ধরে চলা গলার এই অপারেশনের পর রোগী সম্পূর্ণ সুস্থ বলেই জানানো হয়েছে। রোগীকে দুদিন পর্যবেক্ষণে রাখার পর তাক হাসপাতাল থেকে ছাড়া হবে বলেই জানানো হয়েছে।