আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সায়নী লাগাও কথাটির আসল অর্থ কি জানেন?

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

 

কৃষকসেতু নিউজ বাংলা

সায়নী লাগাও কথাটির আসল অর্থ কি জানেন?
মানুষ ভূঁইয়া সেদিন সায়নীকে কি লাগানোর কথা বলেছিলেন যা শুনেই মুচকি হেসেছিলেন যুবনেত্রী?
এবার ফাঁস হলো আসল সত্য বেরিয়ে এল মানুষ ভূঁইয়ার মনের কথা। বঙ্গ রাজনীতিতে আলোচিত নাম সায়নী ঘোষ। তৃণমূলের দাপুটে নেত্রী তিনি। শাসক দল তৃণমূল কংগ্রেসের বছর তিনেক যোগদান করতে না করতেই একের পর এক বিতর্কিত কান্ড ঘটিয়েছেন তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ। তৃণমূলের আসার পর সবার আগে তিনি নজর করেন 29 শে মার্চ।

 

 

বেশ কিছু ধরেই রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া ও সায়নীর একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল। ভিডিয়োতে তৃণমূলের পশ্চিম মেদিনীপুরের পিংলার একটি জনসভার বিশেষ অংশকে ব্যবহার করা হয়েছে। সেই ভিডিয়ো ঘিরে সোশ্যাল মিডিয়া মিমের বন্যা বইছে। চারিদিকে হাসাহাসি চলছে রীতিমত। খিল্লি উড়িয়ে চলেছেন বিরোধী রাজনৈতিক দলগুলি। ভিডিয়োতে দেখা যাচ্ছে, জনসভায় বক্তব্য রাখার জন্য সায়নীর হাতে মাইক তুলে দেওয়ার সময় একটি বিশেষ শব্দ ব্যবহার করেন মানস ভুঁইয়া। তিনি বলেন “সায়নী লাগাও”। মুচকি হেসে মানসের উচ্চারিত শব্দ উল্লেখ করে বক্তব্য রাখতে শুরু করেন সায়নী।

 

 

মানস ভূঁইয়া এবং সায়নী ঘোষের কথোপকথনের এই কিছুটা অংশ নিয়ে রীতিমত ঠাট্টা তামাশা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। আমজনতার মুখে মুখে ঘুরছে সায়নি লাগাও সায়নী লাগাও। এই ধরনের সংলাপকে কুরুচি কর বলে দাবি করে অনেকেই লেখালেখি করতে শুরু করেছেন।

 

 

তবে যে দুটি শব্দ নিয়ে চারিদিকে এত হইচই করে গিয়েছে সেই দুটি শব্দের আসল অর্থ কি সেটা হয়তো অনেকেই জানেন না। এই লাগাও শব্দের অর্থ কি? কি লাগানোর কথা বলেছেন মানস ভূঁইয়া
এই সমস্ত উত্তর লুকিয়ে রয়েছে মানস ভূঁইয়ার জন্মস্থানে। মেদিনীপুরের সবং নামক একটি প্রথমত গ্রামে জন্ম মানস ভূঁইয়ার। যেহেতু গ্রামেই বেড়ে উঠেছেন তিনি তাই তার ভাষায় রয়েছে গ্রাম্য শব্দের ছোঁয়া। আঞ্চলিক শব্দের টান। মানস ভূঁইয়র কথাবার্তায় প্রায় সেই ব্যবহৃত হয় এই লাগাও শব্দটি। কোন কিছু শুরু করার ক্ষেত্রে লাগাও শব্দটি ব্যবহার করেন সেখানকার মানুষ।

See also  পহলানপুর অঞ্চলে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কার্যালয় এ বৈঠক অনুষ্ঠিত হলো

 

সেই ক্ষেত্রে পশ্চিম মেদিনীপুরের সভাতেও সায়নী ঘোষ কে ভাষণ শুরু করার ক্ষেত্রে তিনি লাগাও শব্দ টি উল্লেখ্য করেন। যে শব্দটি আপামর বাঙালির কাছে কুরুচিকর হিসেবে মান্যতা পেয়েছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে সায়নী মানেই এখন লাগাও।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি