আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

দাবার বিশ্বজয়ে ইতিহাস গড়লেন দিব্যা দেশমুখ, ভারতের প্রথম মহিলা বিশ্বচ্যাম্পিয়ন

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

ভারতীয় দাবায় এক নতুন ইতিহাস গড়লেন দিব্যা দেশমুখ। মাত্র ১৯ বছর বয়সেই প্রথমবার মহিলা দাবা বিশ্বকাপ জয় করে নজির গড়লেন তিনি। সোমবার টানটান উত্তেজনার ফাইনালে টাইব্রেকারে জাতীয় সতীর্থ কোনেরু হাম্পিকে হারিয়ে শিরোপা নিশ্চিত করলেন এই তরুণ প্রতিভা।

FIDE মহিলা বিশ্বকাপের ফাইনালে দু’টি ক্লাসিকাল গেম ড্র হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই ২.৫-১.৫ ব্যবধানে জয় তুলে নেন দিব্যা। প্রথম র‍্যাপিড গেমে তিনি সাদা ঘুঁটি নিয়ে খেলেন। যদিও দুই খেলোয়াড়েরই কৌশলী খেলার কারণে ম্যাচটি ড্র হয়। তবে দ্বিতীয় র‍্যাপিড গেমে কালো ঘুঁটি নিয়ে খেলতে নেমে সম্পূর্ণ রূপে পাল্টে দেন খেলার চিত্র।

দ্বিতীয় গেমে সময় ব্যবস্থাপনায় এগিয়ে ছিলেন দিব্যা। তিনি দ্রুত চাল দিচ্ছিলেন, বিপরীতে হাম্পি নিচ্ছিলেন অধিক সময়। একসময় ৮ মিনিটের ব্যবধান গড়ে তোলেন দিব্যা। শেষ পর্যন্ত ৩৪ চালের মাথায় জয় নিশ্চিত করেন এবং ভারতের দাবা ইতিহাসে প্রথম মহিলা বিশ্বচ্যাম্পিয়নের তকমা অর্জন করেন।

বিশ্বজয়ের পর আবেগ ধরে রাখতে পারেননি দিব্যা। আনন্দে চোখের জল এসে পড়ে এই তরুণীর।

বর্তমানে তাঁর FIDE রেটিং ২৪৬৩, সর্বোচ্চ রেটিং ছিল ২৫০১—যা তিনি অর্জন করেছিলেন ২০২৩ সালের অক্টোবরে। ২০২১ সালে দিব্যা ভারতের ২১তম মহিলা গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন। ২০২২ সালে জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ জেতার পাশাপাশি আন্তর্জাতিক অলিম্পিয়াডেও ব্রোঞ্জ পদক জিতেছিলেন। এর আগে ২০২০ সালের অনলাইন FIDE অলিম্পিয়াডে দেশের হয়ে সোনা জয়ে বড় ভূমিকা ছিল তাঁর।

See also  বিপাকে আতসবাজির সাথে যুক্ত কারবারীরা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি